এক্সপ্লোর
Commonwealth Games: কুস্তিতে ৩টি সোনা, কমনওয়েলথের অষ্টম দিনে ভারতের সাফল্যের খতিয়ান
Commonwealth Games 2022: শুক্রবার কমনওয়েলথ গেমসের অষ্টম দিন ছিল। এই দিন কুস্তিতে তিনটি সোনা জিতেছে ভারত। সাফল্য এসেছে ব্যাডমিন্টন, টেবিল টেনিসেও।
কুস্তিতে সোনা জিতেছেন বরজঙ্গ, সাক্ষী
1/10

বার্মিংহামে কমনওয়েলথ গেমসে পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে পাকিস্তানের ইনাম বাটকে ৩-০ হারিয়ে সোনা জিতলেন দীপক পুনিয়া।
2/10

চোট-আঘাতে দীর্ঘদিন জর্জরিত ছিলেন। সাক্ষী মালিকের কাছে এবারের কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ছিল প্রত্যাকমনওয়েলথের মঞ্চে জ্বলে উঠলেন সাক্ষী মালিক। প্রথম রাউন্ডে ০-৪ ব্যবধানে পিছিয়ে ছিলেন। তারপরেও হারিয়ে দিলেন কানাডার গডিনেজ গঞ্জালেসকে। জিতে নিলেন সোনা।
Published at : 06 Aug 2022 10:25 AM (IST)
আরও দেখুন






















