এক্সপ্লোর
Cricket New Rules: সৌরভদের সুপারিশ মেনে বিতর্কিত মাঁকড়িংকে রান আউটের স্বীকৃতি
ICC: ২০২২ সালের ১ অক্টোবর থেকে সব নিয়মগুলি চালু করা হবে।
Cricket New Rule
1/10

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশ মেনে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মাবলীতে একগুচ্ছ বদল আসতে চলেছে। মঙ্গলবার যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।
2/10

আগে কোনও ব্যাটার ক্যাচ দিয়ে আউট হলে দেখা হতো, তিনি অপর প্রান্তের ব্যাটারকে দৌড়ে ক্রস করেছেন কি না। যদি ক্রস করতেন, তাহলে পরের বলে স্ট্রাইক নিতেন অপর প্রান্তের ব্যাটার। আর নতুন ব্যাটার এসে দাঁড়াতে নন স্ট্রাইকিং প্রান্তে। কিন্তু সেই নিয়ম বদলে যাচ্ছে। নতুন নিয়মে ক্রিজে আসা ব্যাটারই স্ট্রাইক নেবেন। সে আউট হওয়া ব্যাটার অপর প্রান্তের ব্যাটারের সঙ্গে ক্রস করুন বা না করুন।
Published at : 20 Sep 2022 08:17 PM (IST)
আরও দেখুন






















