এক্সপ্লোর
T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে শতরানের ইনিংস খেলেছেন যাঁরা
T20 World Cup 2022: অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দেখে নেওয়া যাক এই টুর্নামেন্টে কে কে শতরান হাঁকিয়েছেন।
![T20 World Cup 2022: অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দেখে নেওয়া যাক এই টুর্নামেন্টে কে কে শতরান হাঁকিয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/24/032ce9e967ab58474300e455768bae641666582745361206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গেল ও রায়না
1/10
![অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দেখে নেওয়া যাক এই টুর্নামেন্টে কে কে শতরান হাঁকিয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/24/0f0bed54cb4f72136c38895640942cffc5a4d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দেখে নেওয়া যাক এই টুর্নামেন্টে কে কে শতরান হাঁকিয়েছেন।
2/10
![৫৭ বলে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেল ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ৭টি বাউনাডারি ও ১০টি ছক্কা হাঁকান তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/24/20f4a152af6f29b374532ee3d78b45477b699.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৫৭ বলে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেল ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ৭টি বাউনাডারি ও ১০টি ছক্কা হাঁকান তিনি।
3/10
![গত বছর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭ বলে অপরাজিত ১০১ রান করেন জস বাটলার। ৬টি বাউন্ডারি ও সমসংখ্যক ছক্কা হাঁকান তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/24/e5071a1b611404c18750c613431dfab47077f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গত বছর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭ বলে অপরাজিত ১০১ রান করেন জস বাটলার। ৬টি বাউন্ডারি ও সমসংখ্যক ছক্কা হাঁকান তিনি।
4/10
![২০১৬ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৪৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন গেল। সেবার ৫টি বাউন্ডারি ও ১১টি ছক্কা হাঁকান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/24/608ad54b905ad99321944a4eb171827da5eb6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৬ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৪৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন গেল। সেবার ৫টি বাউন্ডারি ও ১১টি ছক্কা হাঁকান।
5/10
![২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৪ বলে অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলেছিলেন অ্যালেক্স হেলস। ১১টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/24/07fb473ea2facbe35cb1e949f1a7368aaf542.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৪ বলে অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলেছিলেন অ্যালেক্স হেলস। ১১টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
6/10
![তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় সুরেশ রায়না। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬০ বলে ১০১ রান করেছিলেন। ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/24/93584ee751275217b33cd6c12c5e6b47034ad.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় সুরেশ রায়না। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬০ বলে ১০১ রান করেছিলেন। ৯টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান।
7/10
![২০১০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬৪ বলে ১০০ রানের ইনিংস খেলেন মাহেলা জয়বর্ধনে। ১০টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/24/6b6f5e31d3b7999d519a4a8d1b86fb230e534.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬৪ বলে ১০০ রানের ইনিংস খেলেন মাহেলা জয়বর্ধনে। ১০টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি।
8/10
![ব্রেন্ডন ম্যাকালাম বাংলাদেশের বিরুদ্ধে ২০১২ সালে ৫৮ বলে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন। নিজের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/24/71372ba7e5eba2da6d1acca0d3ce487d4b713.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্রেন্ডন ম্যাকালাম বাংলাদেশের বিরুদ্ধে ২০১২ সালে ৫৮ বলে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন। নিজের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।
9/10
![পাকিস্তানে আহমেদ শেহজাদ ৬২ বলে অপরাজিত ১১১ করেছিলেন ২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে। ১০টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/24/f5a6d85aefb63e26a037ebd02c84e9715cf15.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পাকিস্তানে আহমেদ শেহজাদ ৬২ বলে অপরাজিত ১১১ করেছিলেন ২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে। ১০টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান তিনি।
10/10
![ওমানের বিরুদ্ধে ২০১৬ সালে ৬৩ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। হাঁকান ১০টি বাউন্ডারি ও ৫টি ছক্কা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/24/6258503c0eee9d9f5847e8282771157028e73.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওমানের বিরুদ্ধে ২০১৬ সালে ৬৩ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। হাঁকান ১০টি বাউন্ডারি ও ৫টি ছক্কা।
Published at : 24 Oct 2022 09:09 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)