এক্সপ্লোর
Cricketers on Mother's Day: মাতৃদিবসে বিশেষ বার্তা দিলেন এই ক্রিকেটাররা
মাতৃদিবসে বিশেষ বার্তা দিলেন এই ক্রিকেটাররা
1/7

আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে বহু ক্রিকেটার তাঁদের মা ও স্ত্রীর ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রথমেই দেখে নেওয়া যাক ইশান কিষানকে। তিনি লেখেন, উতর-চড়াইয়ে তুমি আমার পাশে ছিলে। তুমি আমার জন্য এত ত্যাগস্বীকার করেছ। আমি সবকিছুর জন্য কৃতজ্ঞ। শুধু আজকের দিন নয়, আমাদের উচিত প্রতিদিন মাতৃদিবস উদযাপন করা। (ছবি সৌজন্য - ইশান কিষানের ট্যুইটার)
2/7

বিশেষ দিনে নিজের মাকে নিয়ে পোস্ট করেন পাক ক্রিকেটার বাবর আজম। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন, মামাজি, তোমার ভালবাসা, সমর্থন, যত্ন ও সহৃদয়তা ছাড়া আমার কোনও অস্তিত্ব নেই। তোমার কাছে চিরঋণী থাকব। ঈশ্বর তোমার ছায়া যেন আমার ওপর সর্বদা রাখে। সকল মায়েদের বলতে চাই, আপনারা এই সমাজের প্রধান কারিগর। (ছবি সৌজন্য - বাবর আজমের ট্যুইটার)
Published at : 10 May 2021 04:54 PM (IST)
আরও দেখুন






















