এক্সপ্লোর
Ind vs Eng T20: টি-টোয়েন্টি সিরিজ জিতে উৎসব ভারতীয় ক্রিকেটারদের, দেখুন ছবি
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/c8eba794b8ef56fbb9ba9ceecc427141_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৩-২ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ভারতের
1/10
![ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচটা কার্যত ফাইনাল ছিল। দু’দলই এর আগে দু’টি করে ম্যাচ জেতে। ফলে যে দল পঞ্চম ম্যাচটি জিতত, সিরিজ তাদেরই দখলে যেত। শেষ পর্যন্ত ৩৬ রানে জিতে সিরিজ পকেটে পুরল ভারত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/fe5df232cafa4c4e0f1a0294418e56603da92.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ম্যাচটা কার্যত ফাইনাল ছিল। দু’দলই এর আগে দু’টি করে ম্যাচ জেতে। ফলে যে দল পঞ্চম ম্যাচটি জিতত, সিরিজ তাদেরই দখলে যেত। শেষ পর্যন্ত ৩৬ রানে জিতে সিরিজ পকেটে পুরল ভারত।
2/10
![এই ম্যাচের জন্যই নিজের সেরা পারফরম্যান্স তুলে রেখেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/799bad5a3b514f096e69bbc4a7896cd962d2d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ম্যাচের জন্যই নিজের সেরা পারফরম্যান্স তুলে রেখেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলেন।
3/10
![রোহিতও ভাল ব্যাটিং করেন। তার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে সর্বোচ্চ স্কোরের নজির গড়ল ভারত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/ae566253288191ce5d879e51dae1d8c38b242.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রোহিতও ভাল ব্যাটিং করেন। তার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে সর্বোচ্চ স্কোরের নজির গড়ল ভারত।
4/10
![রোহিত ফিরে যাওয়ার পর তিন নম্বরে ব্যাটিং করতে নামেন সূর্যকুমার যাদব। তিনিও ভাল পারফরম্যান্স দেখান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/18e2999891374a475d0687ca9f989d8373de3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রোহিত ফিরে যাওয়ার পর তিন নম্বরে ব্যাটিং করতে নামেন সূর্যকুমার যাদব। তিনিও ভাল পারফরম্যান্স দেখান।
5/10
![এরপর চার নম্বরে ব্যাটিং করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন হার্দিক পাণ্ড্য। ফলে ২ উইকেটে ২২৪ রান করে ভারতীয় দল। জবাবে ৮ উইকেটে ১৮৮ রান করেই থেমে যায় ইংল্যান্ড।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/032b2cc936860b03048302d991c3498f48178.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর চার নম্বরে ব্যাটিং করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন হার্দিক পাণ্ড্য। ফলে ২ উইকেটে ২২৪ রান করে ভারতীয় দল। জবাবে ৮ উইকেটে ১৮৮ রান করেই থেমে যায় ইংল্যান্ড।
6/10
![ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন ডেভিড মালান। ৫২ রান করেন জশ বাটলার। আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। তার ফলেই সহজ জয় পায় ভারত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/156005c5baf40ff51a327f1c34f2975b29e6c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন ডেভিড মালান। ৫২ রান করেন জশ বাটলার। আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। তার ফলেই সহজ জয় পায় ভারত।
7/10
![শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ভারতের দখলে। বিরাট ও রোহিতের ওপেনিং জুটিতে যোগ হয় ৯৪ রান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/d0096ec6c83575373e3a21d129ff8fef9f643.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ভারতের দখলে। বিরাট ও রোহিতের ওপেনিং জুটিতে যোগ হয় ৯৪ রান।
8/10
![এই জয়ের ফলে আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাড়তি অক্সিজেন পেয়ে গেল ভারতীয় দল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800308b8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই জয়ের ফলে আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাড়তি অক্সিজেন পেয়ে গেল ভারতীয় দল।
9/10
![ভারতের বোলারদের মধ্যে এদিন সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখান ভুবনেশ্বর কুমার। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/8cda81fc7ad906927144235dda5fdf15c8161.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের বোলারদের মধ্যে এদিন সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখান ভুবনেশ্বর কুমার। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নেন।
10/10
![ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজ শুরু মঙ্গলবার থেকে। একদিনের সিরিজের তিনটি ম্যাচই হবে পুণেতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/21/30e62fddc14c05988b44e7c02788e187001a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজ শুরু মঙ্গলবার থেকে। একদিনের সিরিজের তিনটি ম্যাচই হবে পুণেতে।
Published at : 21 Mar 2021 11:14 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)