এক্সপ্লোর
India's Tour Of Sri Lanka: শ্রীলঙ্কা সফরে প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন, নিজেদের প্রমাণের অপেক্ষায় ৫ তরুণ
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/b5b08c28198e56bd7e40c43504e9d301_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরের মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় দল
1/5
![আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সীমিত ওভারের সিরিজ হবে। তিনটি করে টি-২০ ও একদিনের ম্যাচ খেলবে দু’দল। শ্রীলঙ্কা সফরের জন্য ২০ জনের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক নির্বাচিত হয়েছেন শিখর ধবন এবং সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার। ছবি সৌজন্যে ট্যুইটার/বিসিসিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/ef5b244b947399fce254a9542b686de209f48.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সীমিত ওভারের সিরিজ হবে। তিনটি করে টি-২০ ও একদিনের ম্যাচ খেলবে দু’দল। শ্রীলঙ্কা সফরের জন্য ২০ জনের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক নির্বাচিত হয়েছেন শিখর ধবন এবং সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার। ছবি সৌজন্যে ট্যুইটার/বিসিসিআই
2/5
![ভারতের নিয়মিত দলের অধিনায়ক বিরাট কোহলি সহ তারকা ক্রিকেটাররা এখন ইংল্যান্ড সফরে। সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বিরাট-রোহিতরা। ছবি সৌজন্যে ট্যুইটার/বিসিসিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/da9b27ac288576020a1beb3a1f6e1279021a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের নিয়মিত দলের অধিনায়ক বিরাট কোহলি সহ তারকা ক্রিকেটাররা এখন ইংল্যান্ড সফরে। সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বিরাট-রোহিতরা। ছবি সৌজন্যে ট্যুইটার/বিসিসিআই
3/5
![আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে ডাক পেয়েছেন ৬ জন তরুণ ক্রিকেটার। তাঁদের মধ্যে পাঁচজনই প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন। খেলার সুযোগ পেলে তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারবেন। ছবি সৌজন্যে ট্যুইটার/বিসিসিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/cd618de03faa14569745e130b6c52f9c7eef6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে ডাক পেয়েছেন ৬ জন তরুণ ক্রিকেটার। তাঁদের মধ্যে পাঁচজনই প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন। খেলার সুযোগ পেলে তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারবেন। ছবি সৌজন্যে ট্যুইটার/বিসিসিআই
4/5
![শ্রীলঙ্কা সফরে ডাক পাওয়া ৬ জন তরুণ ক্রিকেটারের মধ্যে বরুণ ধবন এর আগে জাতীয় দলের হয়ে ডাক পেয়েছিলেন। কিন্তু চোটের জন্য তিনি খেলতে পারেননি। নীতীশ রানা, দেবদত্ত পাড়িক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, কৃষ্ণাপ্পা গৌতম ও বরুণ চক্রবর্তী প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন। ছবি সৌজন্যে ট্যুইটার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/f6ba84ccff7a98e69950afae7ca2ed686b122.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শ্রীলঙ্কা সফরে ডাক পাওয়া ৬ জন তরুণ ক্রিকেটারের মধ্যে বরুণ ধবন এর আগে জাতীয় দলের হয়ে ডাক পেয়েছিলেন। কিন্তু চোটের জন্য তিনি খেলতে পারেননি। নীতীশ রানা, দেবদত্ত পাড়িক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, কৃষ্ণাপ্পা গৌতম ও বরুণ চক্রবর্তী প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন। ছবি সৌজন্যে ট্যুইটার
5/5
![নীতীশ রানা ধারাবাহিকভাবে আইপিএল-এ ভাল পারফরম্য়ান্স দেখাচ্ছেন। গত দুই মরসুমে দারুণ পারফরম্য়ান্স কৃষ্ণাপ্পা গৌতম, দেবদত্ত পাড়িক্কল ও ঋতুরাজ গায়কোয়াড়ের। ছবি সৌজন্যে বিসিসিআই/আইপিএল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/11/5a3843c8f519f3945cce728263ee83dcd4feb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নীতীশ রানা ধারাবাহিকভাবে আইপিএল-এ ভাল পারফরম্য়ান্স দেখাচ্ছেন। গত দুই মরসুমে দারুণ পারফরম্য়ান্স কৃষ্ণাপ্পা গৌতম, দেবদত্ত পাড়িক্কল ও ঋতুরাজ গায়কোয়াড়ের। ছবি সৌজন্যে বিসিসিআই/আইপিএল
Published at : 11 Jun 2021 06:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)