এক্সপ্লোর
IND vs AUS: আড়াই দিনও গড়াল না টেস্ট, পরাজিত ভারত, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবেন রোহিতরা?
Ind vs Aus: ভারতের দখলে বর্তমানে ৬০.২৯ পয়েন্ট রয়েছে। তবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ফাইনালে খেলাটা এখনও পাকা নয়। শ্রীলঙ্কা কিন্তু ভারতীয় দলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসতেই পারে।
![Ind vs Aus: ভারতের দখলে বর্তমানে ৬০.২৯ পয়েন্ট রয়েছে। তবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ফাইনালে খেলাটা এখনও পাকা নয়। শ্রীলঙ্কা কিন্তু ভারতীয় দলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসতেই পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/14c0bcdba1874d5464d38a22e20e4178167786793365050_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
India vs Australia
1/10
![ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (India vs Australia 3rd Test) দ্বিতীয় দিনের শেষেই মোটামুটি ভারতের (Team India) পরাজয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/ad0787228fdf921d7451754d595b38297740b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (India vs Australia 3rd Test) দ্বিতীয় দিনের শেষেই মোটামুটি ভারতের (Team India) পরাজয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল।
2/10
![তৃতীয় দিনে কোনও অঘটন ঘটল না। ৭৬ রান তাড়া করতে নেমে খুব সহজেই নয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/f31adca02777f06b0b34be74ad9404a5855f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তৃতীয় দিনে কোনও অঘটন ঘটল না। ৭৬ রান তাড়া করতে নেমে খুব সহজেই নয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
3/10
![ম্যাচের দুই ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং চূড়ান্ত ব্যর্থ হয়েছে। প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ১৬৩ রানের বেশি করতে পারেনি টিম ইন্ডিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/1c998da7175b97b713695a053d853fcf914b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ম্যাচের দুই ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং চূড়ান্ত ব্যর্থ হয়েছে। প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ১৬৩ রানের বেশি করতে পারেনি টিম ইন্ডিয়া।
4/10
![একমাত্র ব্যাটার হিসাবে চেতেশ্বর পূজারাই দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন। ম্যাচ হারার কারণ ব্যাখা করতে গিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কোনও রাখঢাক না করেই সাফ জানিয়ে দিলেন যে খারাপ ক্রিকেট খেলছে তাঁর দল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/1a281606308231c554131ecc5db7e71735ffb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একমাত্র ব্যাটার হিসাবে চেতেশ্বর পূজারাই দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন। ম্যাচ হারার কারণ ব্যাখা করতে গিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কোনও রাখঢাক না করেই সাফ জানিয়ে দিলেন যে খারাপ ক্রিকেট খেলছে তাঁর দল।
5/10
![দলের ব্যাটাররা খারাপ শট খেলে তো আউট হয়েইছে, পাশাপাশি টিম ইন্ডিয়ার বোলাররাও অজি ব্যাটারদের চাপে ফেলতে ব্যর্থ হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/913e7892a1218b76e80cc276a4a94fd7f2675.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দলের ব্যাটাররা খারাপ শট খেলে তো আউট হয়েইছে, পাশাপাশি টিম ইন্ডিয়ার বোলাররাও অজি ব্যাটারদের চাপে ফেলতে ব্যর্থ হয়েছে।
6/10
![সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'আউটগুলির দিকে যদি তাকাই, তাহলে বলতে কোনও দ্বিধা নেই যে আমরা খারাপ খেলেছি। ১০ উইকেটের মধ্যে হয়তো পিচের জেরে এক, দুইজন ব্যাটারই আউট হয়েছে। তাছাড়া বাকি আউটগুলির জন্য বোলারদের বাহবাই দিতে হবে। আমরা খারাপ শটও খেলেছি। ওদের ব্যাটারদের ওপর চাপ তৈরি করতেও ব্যর্থ হয়েছি আমরা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৭ রান করে। ওদের শেষ ছয়টি উইকেট যদি পরপর না পড়ত, তাহলে তো ২৫০-২৭৫ রান তুলে ফেলত ওরা। এই পিচে ২৭৫ রান করাটা মুখের কথা নয়।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/a7cc4e21c54451160c70c406f7a08f54f914e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'আউটগুলির দিকে যদি তাকাই, তাহলে বলতে কোনও দ্বিধা নেই যে আমরা খারাপ খেলেছি। ১০ উইকেটের মধ্যে হয়তো পিচের জেরে এক, দুইজন ব্যাটারই আউট হয়েছে। তাছাড়া বাকি আউটগুলির জন্য বোলারদের বাহবাই দিতে হবে। আমরা খারাপ শটও খেলেছি। ওদের ব্যাটারদের ওপর চাপ তৈরি করতেও ব্যর্থ হয়েছি আমরা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৭ রান করে। ওদের শেষ ছয়টি উইকেট যদি পরপর না পড়ত, তাহলে তো ২৫০-২৭৫ রান তুলে ফেলত ওরা। এই পিচে ২৭৫ রান করাটা মুখের কথা নয়।'
7/10
![দলের ব্যাটাররা নিজেদের মনোযোগ বজায় রাখতে পারেননি বলেই মনে করছেন রোহিত। 'মনোযোগের অভাব এবং পরিকল্পনাগুলি সঠিকভাবে প্রয়োগ না করতে পারাই আমাদের হারের আসল কারণ বলে আমি মনে করি। ক্রিজে ব্যাট করার সময় নিজেদের সুযোগ তো কাজে লাগাতে হবে। বোলারদের এক জায়গায় ছয়টি বল করতে দিলে হবে না। ব্যাটার হিসাবে বোলারদের লাইনচ্যুত করাটা প্রয়োজনীয়। আমরা এই ম্যাচে সেটা করতেই পারিনি। দুই ইনিংসেই ওরা একটি নির্দিষ্ট জায়গায় বল করে আমাদের চাপে ফেলেছে। আমরা এখানেই ভুলটা করেছি। আমদাবাদ টেস্টে আমরা আর এই ভুলটা করব না।' বলেন ভারতীয় অধিনায়ক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/ab56c8377df2f59c16a4252e718886f70ca35.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দলের ব্যাটাররা নিজেদের মনোযোগ বজায় রাখতে পারেননি বলেই মনে করছেন রোহিত। 'মনোযোগের অভাব এবং পরিকল্পনাগুলি সঠিকভাবে প্রয়োগ না করতে পারাই আমাদের হারের আসল কারণ বলে আমি মনে করি। ক্রিজে ব্যাট করার সময় নিজেদের সুযোগ তো কাজে লাগাতে হবে। বোলারদের এক জায়গায় ছয়টি বল করতে দিলে হবে না। ব্যাটার হিসাবে বোলারদের লাইনচ্যুত করাটা প্রয়োজনীয়। আমরা এই ম্যাচে সেটা করতেই পারিনি। দুই ইনিংসেই ওরা একটি নির্দিষ্ট জায়গায় বল করে আমাদের চাপে ফেলেছে। আমরা এখানেই ভুলটা করেছি। আমদাবাদ টেস্টে আমরা আর এই ভুলটা করব না।' বলেন ভারতীয় অধিনায়ক।
8/10
![প্রথম দুই টেস্টে নাস্তানাবুদ হওয়ার পর তৃতীয় টেস্টে দুরন্তভাবে ফিরে এসছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টে (IND vs AUS 3rd Test) ভারতকে নয় উইকেটে পরাজিত করে অজি দল। এই ম্যাচ জিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) নিজেদের পাকা করে ফেলেছেন অজিরা। তবে এই হারের ফলে কি ভারতের (Team India) ফাইনালে পৌঁছনোর পথ খুব কঠিন হয়ে গেল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/df1b8575a1406bb609acb210597b3aa00d8fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথম দুই টেস্টে নাস্তানাবুদ হওয়ার পর তৃতীয় টেস্টে দুরন্তভাবে ফিরে এসছে অস্ট্রেলিয়া। বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টে (IND vs AUS 3rd Test) ভারতকে নয় উইকেটে পরাজিত করে অজি দল। এই ম্যাচ জিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) নিজেদের পাকা করে ফেলেছেন অজিরা। তবে এই হারের ফলে কি ভারতের (Team India) ফাইনালে পৌঁছনোর পথ খুব কঠিন হয়ে গেল?
9/10
![তৃতীয় টেস্ট জেতার ফলে অস্ট্রেলিয়ার পয়েন্ট প্রতি ম্যাচ দাঁড়াল ৬৮.৫২। এর ফলে এ বারের টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের তালিকায় অজিদের শীর্ষস্থান নিশ্চিত। আমদাবাদে সিরিজের ফাইনাল টেস্টের ফলাফল যাই হোক না কেন, অজিদের শীর্ষস্থান পাকা। এবার চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় দল হিসাবে পৌঁছনোর লড়াইটা দুই পড়শি দেশ ভারত ও শ্রীলঙ্কার মধ্যেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/89b45b054bd2976cf1409cb0cf3b91c2503e8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তৃতীয় টেস্ট জেতার ফলে অস্ট্রেলিয়ার পয়েন্ট প্রতি ম্যাচ দাঁড়াল ৬৮.৫২। এর ফলে এ বারের টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের তালিকায় অজিদের শীর্ষস্থান নিশ্চিত। আমদাবাদে সিরিজের ফাইনাল টেস্টের ফলাফল যাই হোক না কেন, অজিদের শীর্ষস্থান পাকা। এবার চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় দল হিসাবে পৌঁছনোর লড়াইটা দুই পড়শি দেশ ভারত ও শ্রীলঙ্কার মধ্যেই।
10/10
![ভারতের দখলে বর্তমানে ৬০.২৯ পয়েন্ট রয়েছে। তবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ফাইনালে খেলাটা এখনও পাকা নয়। শ্রীলঙ্কা কিন্তু ভারতীয় দলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসতেই পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/2c5545ace1e68b177d952758dd1352c377050.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতের দখলে বর্তমানে ৬০.২৯ পয়েন্ট রয়েছে। তবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের ফাইনালে খেলাটা এখনও পাকা নয়। শ্রীলঙ্কা কিন্তু ভারতীয় দলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসতেই পারে।
Published at : 04 Mar 2023 12:09 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)