এক্সপ্লোর
Ind vs Eng ব্রিটিশ বাহিনীকে দুরমুশ বিরাট ব্রিগেডের, একঝলকে রইল দুরন্ত জয়যাত্রার পথ
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/16/0ef3760d38f11d2b98cd483259ba8b66_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2
1/9
![ম্যাচের প্রতিটি মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছেন কোহলি। ইংল্যান্ড ব্যাটসম্যানদের যত স্পিনের ফাঁদে ঘূর্ণিপাক খাইয়েছেন বোলাররা, ততই স্লিপে দাঁড়িয়ে উচ্ছ্বাস বেড়েছে ক্যাপ্টেন কোহলির। (ছবি-PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/16/f3ccdd27d2000e3f9255a7e3e2c488003859e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ম্যাচের প্রতিটি মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছেন কোহলি। ইংল্যান্ড ব্যাটসম্যানদের যত স্পিনের ফাঁদে ঘূর্ণিপাক খাইয়েছেন বোলাররা, ততই স্লিপে দাঁড়িয়ে উচ্ছ্বাস বেড়েছে ক্যাপ্টেন কোহলির। (ছবি-PTI)
2/9
![প্রথম দিনের শুরুতেই বিপাকে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু ভারতের জয়ের আসল ভিত তৈরি হয় রোহিত শর্মার চওড়া ব্যাটে ভর করে। দুরন্ত ১৬১ রানের ইনিংস খেলেন তিনি। যতই খুলেছে রোহিতের ব্যাট, ততই সাজঘর থেকে বেড়েছে বিরাটের করতালির বহর। (ছবি-BCCI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/16/30e62fddc14c05988b44e7c02788e187c29ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথম দিনের শুরুতেই বিপাকে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু ভারতের জয়ের আসল ভিত তৈরি হয় রোহিত শর্মার চওড়া ব্যাটে ভর করে। দুরন্ত ১৬১ রানের ইনিংস খেলেন তিনি। যতই খুলেছে রোহিতের ব্যাট, ততই সাজঘর থেকে বেড়েছে বিরাটের করতালির বহর। (ছবি-BCCI)
3/9
![ম্যাচের সেরা ঘরের ছেলে। রবিচন্দ্রন অশ্বিন চিপকে ব্যাটে-বলে সুপার-ডুপার হিট। প্রথমে বল হাতে ইংল্যান্ডের প্রথম ইনিংসে নেন পাঁচ উইকেট। তারপর ঘূর্ণি পিচে ব্যাটিং পাঠ দিয়ে হাঁকান টেস্ট কেরিয়ারের পঞ্চম শতরান। ম্যাচ শেষে তাই চেন্নাইয়ের জনতাকে অভিবাদন জানাচ্ছেন অশ্বিন। (ছবি- BCCI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/16/156005c5baf40ff51a327f1c34f2975b2dc0b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ম্যাচের সেরা ঘরের ছেলে। রবিচন্দ্রন অশ্বিন চিপকে ব্যাটে-বলে সুপার-ডুপার হিট। প্রথমে বল হাতে ইংল্যান্ডের প্রথম ইনিংসে নেন পাঁচ উইকেট। তারপর ঘূর্ণি পিচে ব্যাটিং পাঠ দিয়ে হাঁকান টেস্ট কেরিয়ারের পঞ্চম শতরান। ম্যাচ শেষে তাই চেন্নাইয়ের জনতাকে অভিবাদন জানাচ্ছেন অশ্বিন। (ছবি- BCCI)
4/9
![রবিচন্দ্রন অশ্বিনকে যোগ্য সঙ্গত করেন অভিষেককারী অক্ষর প্যাটেল। ভারতের এই স্পিনজুটিই দুই ইনিংস মিলিয়ে ২০টির মধ্যে ১৫টি উইকেটই তুলে নেন। (ছবি-PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/16/799bad5a3b514f096e69bbc4a7896cd950ef0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রবিচন্দ্রন অশ্বিনকে যোগ্য সঙ্গত করেন অভিষেককারী অক্ষর প্যাটেল। ভারতের এই স্পিনজুটিই দুই ইনিংস মিলিয়ে ২০টির মধ্যে ১৫টি উইকেটই তুলে নেন। (ছবি-PTI)
5/9
![প্রত্যেকটা উইকেট শিকারের পর টিম ইন্ডিয়ার বন্ডিং ফুটে উঠেছে বারবার। (ছবি-PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/16/d0096ec6c83575373e3a21d129ff8fefa45c7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রত্যেকটা উইকেট শিকারের পর টিম ইন্ডিয়ার বন্ডিং ফুটে উঠেছে বারবার। (ছবি-PTI)
6/9
![প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে কঠিন পিচে দুরন্ত অর্ধশতরান করেন বিরাট কোহলি। পাশাপাশি ফিল্ডিংয়েও সামনে থেকে দলকে নেতৃত্ব দেন তিনি। সঙ্গে সেলিব্রেশন শুরুতেও কোহলিই ছিলেন সবার আগে। (ছবি-PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/16/032b2cc936860b03048302d991c3498f22cee.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে কঠিন পিচে দুরন্ত অর্ধশতরান করেন বিরাট কোহলি। পাশাপাশি ফিল্ডিংয়েও সামনে থেকে দলকে নেতৃত্ব দেন তিনি। সঙ্গে সেলিব্রেশন শুরুতেও কোহলিই ছিলেন সবার আগে। (ছবি-PTI)
7/9
![অভিষেকেই নজর কেড়ে নিয়েছেন অক্ষর প্যাটেল। টেস্ট কেরিয়ারে তাঁর প্রথম উইকেট ছিলেন গত টেস্টের দ্বিশতরানকারী জো রুট। আর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেই টিমমেটদের ‘বাপু’-র ঝুলিতে ওঠে পাঁচ উইকেট। (ছবি-PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/16/18e2999891374a475d0687ca9f989d83ef74f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অভিষেকেই নজর কেড়ে নিয়েছেন অক্ষর প্যাটেল। টেস্ট কেরিয়ারে তাঁর প্রথম উইকেট ছিলেন গত টেস্টের দ্বিশতরানকারী জো রুট। আর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেই টিমমেটদের ‘বাপু’-র ঝুলিতে ওঠে পাঁচ উইকেট। (ছবি-PTI)
8/9
![প্রথম ইনিংসে রোহিত শর্মাকে যোগ্য সঙ্গত করেন সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে। অর্ধশতরান হাঁকানোর পথে জোড়েন মূল্যবান সেঞ্চুরি পার্টনারশিপ। গোটা ম্যাচে জিঙ্কসও ছিলেন খোশ মেজাজে। (ছবি-PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/16/fe5df232cafa4c4e0f1a0294418e5660571f7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথম ইনিংসে রোহিত শর্মাকে যোগ্য সঙ্গত করেন সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে। অর্ধশতরান হাঁকানোর পথে জোড়েন মূল্যবান সেঞ্চুরি পার্টনারশিপ। গোটা ম্যাচে জিঙ্কসও ছিলেন খোশ মেজাজে। (ছবি-PTI)
9/9
![ব্যাটহাতে ঝোড়ো ইনিংস খেলেছেন এই ম্যাচেও। সঙ্গে শূন্যে বাঁ-হাতে দুরন্ত ক্যাচও লুফেছেন ঋষভ পন্থ। (ছবি-BCCI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/16/8cda81fc7ad906927144235dda5fdf152a90a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্যাটহাতে ঝোড়ো ইনিংস খেলেছেন এই ম্যাচেও। সঙ্গে শূন্যে বাঁ-হাতে দুরন্ত ক্যাচও লুফেছেন ঋষভ পন্থ। (ছবি-BCCI)
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)