এক্সপ্লোর
Ind vs WI: হাতে ২৮৯ রান, ৯৮ ওভারে ভারতকে তুলতে হবে ৮ উইকেট, আজ রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষা
Ind vs West Indies: শেষ দিন থ্রিলারের অপেক্ষা পোর্ট অফ স্পেনে।

Indian Cricket Team
1/10

প্রথম টেস্টে ভারত একপেশেভাবে জিতলেও, প্রশ্নের মুখে পড়েছিল টিম ইন্ডিয়ার (Team India) মন্থর ব্যাটিং। অনেকে বলাবলি করেছিলেন, বাজ়বলের যুগে এখনও রক্ষণাত্মক মানসিকতা আগলে রয়েছে ভারত।
2/10

দ্বিতীয় টেস্টে অবশ্য সাহসী সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ১৮১/২ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে দিলেন। ঈশান কিষাণের (Ishan Kishan) হাফসেঞ্চুরি সম্পূর্ণ হতেই। ওয়েস্ট ইন্ডিজ়ের চেয়ে ৩৬৪ রানের লিড নিয়ে (Ind vs WI)।
3/10

ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে হলে ওয়েস্ট ইন্ডিজ়কে তুলতে হবে ৩৬৫ রান, এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ক্যারিবিয়ানদের স্কোর ৭৬/২। জোড়া উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজ়কে চাপে রাখলেন আর অশ্বিন।
4/10

সোমবার ম্যাচের শেষ দিন। ম্যাচ জিতে সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরতে ভারতকে তুলতে হবে ৮ উইকেট।
5/10

সারাদিনে সর্বোচ্চ ৯৮ ওভার খেলা হতে পারে। যদি না মাঝপথে বৃষ্টি বাধা না হয়ে দাঁড়ায়।
6/10

সেই ৯৮ ওভারের মধ্যে বাকি ৮ উইকেট তুলতে হবে ভারতীয় বোলারদের। যা করতে পারলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টিম ইন্ডিয়ার।
7/10

ওয়েস্ট ইন্ডিজ়ের সামনেও রয়েছে সমতা ফেরানোর সুযোগ। তার জন্য ক্যারিবিয়ানদের তুলতে হবে আরও ২৮৯ রান। রুদ্ধশ্বাস পঞ্চম দিনে শেষ হাসি হাসবে কোন শিবির?
8/10

ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় ইনিংসে জোড়া উইকেট তুলে নিয়েছেন আর অশ্বিন। পিচে বল ঘুরতে শুরু করেছে।
9/10

জয়ের স্বপ্নে বুঁদ মহম্মদ সিরাজ় (Mohammed Siraj)। যশপ্রীত বুমরা-মহম্মদ শামির অনুপস্থিতিতে যিনি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন। পোর্ট অফ স্পেনে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলেছিলেন। হায়দরাবাদের পেসারের মতে, অফস্পিনার আর অশ্বিন ঠিকই ভারতের হয়ে জয় ছিনিয়ে আনবেন।
10/10

সিরাজ় বলছেন, 'উইকেট যেরকম আচরণ করছে, তাতে অশ্বিন ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটিংকে তছনছ করে দেবে। বল ঘুরছে।' ছবি - বিসিসিআই, ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড ও আইসিসি
Published at : 24 Jul 2023 01:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
