এক্সপ্লোর
Ind vs WI: অপ্রতিরোধ্য! ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টানা ১৩টি ওয়ান ডে সিরিজ জয় ভারতের
Team India: অবিশ্বাস্য শোনালেও সত্যি। শেষবার ওয়েস্ট ইন্ডিজ় কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে ভারতকে হারিয়েছিল ১৭ বছর আগে। ২০০৬ সালে। ঘরের মাঠে।
![Team India: অবিশ্বাস্য শোনালেও সত্যি। শেষবার ওয়েস্ট ইন্ডিজ় কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে ভারতকে হারিয়েছিল ১৭ বছর আগে। ২০০৬ সালে। ঘরের মাঠে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/98edf10d77a611dcd0a07dbd165de21f169094391187350_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Ind vs WI
1/10
![অবিশ্বাস্য শোনালেও সত্যি। শেষবার ওয়েস্ট ইন্ডিজ় কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে ভারতকে হারিয়েছিল ১৭ বছর আগে। ২০০৬ সালে। ঘরের মাঠে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/f3f6e67775b9e5afd8e2fdde7272ec8d0c9c6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অবিশ্বাস্য শোনালেও সত্যি। শেষবার ওয়েস্ট ইন্ডিজ় কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে ভারতকে হারিয়েছিল ১৭ বছর আগে। ২০০৬ সালে। ঘরের মাঠে।
2/10
![তারপর থেকে টানা জিতে চলেছে ভারত। গত ১৭ বছরে ভারতকে কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে ভারতকে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/b747514f7aeecf1404d8ed64a75114f686079.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তারপর থেকে টানা জিতে চলেছে ভারত। গত ১৭ বছরে ভারতকে কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে ভারতকে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়।
3/10
![এবারের সিরিজও জিতল ভারত। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের টানা ১৩টি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/c710a7a4199ae7724e62c0e735041443c0f16.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এবারের সিরিজও জিতল ভারত। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের টানা ১৩টি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জয়।
4/10
![বলা হচ্ছিল, বিশ্বকাপের আগে নিজেদের মাজাঘষা করে নেওয়ার সিরিজ় টিম ইন্ডিয়ার (Team India)। অথচ সিরিজ ১-১ অবস্থায়, আর নির্ধারণকারী ম্যাচে খেলানো হচ্ছে না রোহিত শর্মা ও বিরাট কোহলিকে!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/86125085abe652497c03344cecfb1902827f6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলা হচ্ছিল, বিশ্বকাপের আগে নিজেদের মাজাঘষা করে নেওয়ার সিরিজ় টিম ইন্ডিয়ার (Team India)। অথচ সিরিজ ১-১ অবস্থায়, আর নির্ধারণকারী ম্যাচে খেলানো হচ্ছে না রোহিত শর্মা ও বিরাট কোহলিকে!
5/10
![ঝুঁকিটা নিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। আর সেই ঝুঁকি কাজেও লেগে গেল। তৃতীয় ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে (Ind vs WI) ২০০ রানে দুরমুশ করে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/66beb81aa734d5efddacf2a3e9a9d76009548.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঝুঁকিটা নিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। আর সেই ঝুঁকি কাজেও লেগে গেল। তৃতীয় ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে (Ind vs WI) ২০০ রানে দুরমুশ করে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।
6/10
![ম্যাচের প্রথমার্ধে দাপট দেখালেন ব্যাটাররা। রোহিত পরপর দুই ম্যাচে খেললেন না। প্রথম ম্যাচে খেললেও, ওপেনিং করেছিলেন শুভমন গিল ও ঈশান কিষাণ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/1d29ca5de992cc74591ae83fd60dbe1e64441.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ম্যাচের প্রথমার্ধে দাপট দেখালেন ব্যাটাররা। রোহিত পরপর দুই ম্যাচে খেললেন না। প্রথম ম্যাচে খেললেও, ওপেনিং করেছিলেন শুভমন গিল ও ঈশান কিষাণ।
7/10
![তিন ম্যাচেই রান পেলেন ঈশান। গাড়ি দুর্ঘটনায় জখম ঋষভ পন্থকে ওযান ডে বিশ্বকাপে পাওয়া যাবে না ধরে নিয়েই এগোচ্ছে ভারত। তাঁর পরিবর্তে বিশ্বকাপে উইকেটকিপিং কে করবেন, তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। কে এল রাহুল চোট পেয়ে দলের বাইরে। এই পরিস্থিতিতে দৌড়ে এগিয়ে রয়েছেন ঈশান। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তিন ম্যাচেই যিনি হাফসেঞ্চুরি করলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/dabd855b2c9425be28220300f90ddc146a7ae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তিন ম্যাচেই রান পেলেন ঈশান। গাড়ি দুর্ঘটনায় জখম ঋষভ পন্থকে ওযান ডে বিশ্বকাপে পাওয়া যাবে না ধরে নিয়েই এগোচ্ছে ভারত। তাঁর পরিবর্তে বিশ্বকাপে উইকেটকিপিং কে করবেন, তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। কে এল রাহুল চোট পেয়ে দলের বাইরে। এই পরিস্থিতিতে দৌড়ে এগিয়ে রয়েছেন ঈশান। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তিন ম্যাচেই যিনি হাফসেঞ্চুরি করলেন।
8/10
![মঙ্গলবার রাতের ম্যাচে শুরুতেই একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু জীবন ফিরে পেয়ে ৬৪ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন মহেন্দ্র সিংহ ধোনির রাজ্যের ক্রিকেটার। বিধ্বংসী ইনিংস খেললেন শুভমনও। মাত্র ১৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ৯২ বলে ৮৫ রান করে আউট হন। রুতুরাজ গায়কোয়াড়কে এদিন খেলানো হয়। তিনি রান পাননি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/da78a811e3ce18d95251d35ab777ee7c84f04.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মঙ্গলবার রাতের ম্যাচে শুরুতেই একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু জীবন ফিরে পেয়ে ৬৪ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন মহেন্দ্র সিংহ ধোনির রাজ্যের ক্রিকেটার। বিধ্বংসী ইনিংস খেললেন শুভমনও। মাত্র ১৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ৯২ বলে ৮৫ রান করে আউট হন। রুতুরাজ গায়কোয়াড়কে এদিন খেলানো হয়। তিনি রান পাননি।
9/10
![তবে সঞ্জু স্যামসন ৪১ বলে ৫১ রান করেন। অধিনায়ক হার্দিক পাণ্ড্য ৫২ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৩০ বলে ৩৫ করেন সূর্যকুমার যাদব। প্রথমে ব্য়াট করে ভারত তোলে ৩৫১/৫।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/1561d285dd1625d13d634b668fa7b5725c97b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে সঞ্জু স্যামসন ৪১ বলে ৫১ রান করেন। অধিনায়ক হার্দিক পাণ্ড্য ৫২ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৩০ বলে ৩৫ করেন সূর্যকুমার যাদব। প্রথমে ব্য়াট করে ভারত তোলে ৩৫১/৫।
10/10
![ব্যাটারদের দাপটের পর বল হাতে কামাল করেন শার্দুল ঠাকুর-মুকেশ কুমাররা। ৩৫.৩ ওভারে মাত্র ১৫১ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ়। ৪ উইকেট শার্দুলের। ৩০ রানে ৩ উইকেট মুকেশের। ২০০ রানে ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে ওয়ান ডে সিরিজ জয়ী ভারত। ম্যাচের সেরা হয়েছেন শুভমন। ৮৫ রান করার পাশাপাশি ২টি ক্যাচও নেন তিনি। সিরিজ সেরা ঈশান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/21b8d467993d5ac2cd21703d390106f2e0deb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্যাটারদের দাপটের পর বল হাতে কামাল করেন শার্দুল ঠাকুর-মুকেশ কুমাররা। ৩৫.৩ ওভারে মাত্র ১৫১ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ়। ৪ উইকেট শার্দুলের। ৩০ রানে ৩ উইকেট মুকেশের। ২০০ রানে ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে ওয়ান ডে সিরিজ জয়ী ভারত। ম্যাচের সেরা হয়েছেন শুভমন। ৮৫ রান করার পাশাপাশি ২টি ক্যাচও নেন তিনি। সিরিজ সেরা ঈশান।
Published at : 02 Aug 2023 08:19 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)