এক্সপ্লোর
IND vs SL: জাডেজা, কুলদীপের ভেল্কি, এশিয়া কাপের ফাইনালে ভারত, নজর কাড়লেন শ্রীলঙ্কার তরুণ স্পিনার
Asia Cup, IND vs SL: এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। যদিও সেই ম্য়াচ ভারতের কাছে ফাইনালের প্রস্তুতি ম্যাচের মতই হতে চলেছে।
কাল শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় ভারতীয় দল (ছবি ইনস্টাগ্রাম)
1/10

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছ ভারতীয় দল। ফাইনালেও পৌঁছে গিয়েছে তারা।
2/10

ব্যাটাররা গতকাল ব্যর্থ হলেও বল হাতে জাডেজা ও কুলদীপের ভেল্কির সামনে আত্মসমর্পন করেন লঙ্কা ব্যাটাররা। ৪১ রানে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া।
3/10

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে ২১৩ রানই মাত্র বোর্ডে তুলতে পারে। অর্ধশতরানের ইনিংস খেলেন রোহিত শর্মা।
4/10

এছাড়া আর কোনও ব্যাটারই তেমন পারফর্ম করতে পারেননি। মাঝে যদিও ৬৩ রানের পার্টনারশিপ গড়েন রাহুল ও ঈশান।
5/10

রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটররা যদিও কম লক্ষ্যমাত্রা তাড়া করার সুযোগ কাজে লাগাতে পারেননি। ভারতের স্পিন আক্রমণের সামনে নাজেহাল হতে হয় লঙ্কা ব্যাটিং লাইন আপকে।
6/10

বুমরা, সিরাজ হার্দিকরা নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে চাপে রাখেন লঙ্কা ব্যাটারদের। টপ অর্ডারের কেউই রান পাননি।
7/10

পাকিস্তান ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন। এদিনের ম্যাচেও ফের জ্বলে উঠলেন কুলদীপ যাদব। তুলে নিলেন ৪ উইকেট।
8/10

কুলদীপকে যোগ্য সঙ্গ দেন রবীন্দ্র জাডেজা। তিনি ২ উইকেট তুলে নেন ম্যাচের।
9/10

সুপার ফোরে এরপর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। ফাইনালের টিকিট মিলে যাওয়ায় সেই ম্যাচে হয়ত একাদশে কিছু বদল আনা হতে পারে।
10/10

শ্রীলঙ্কা ম্যাচ হারলেও দলের তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়ালালাগে বল হাতে ৫ উইকেট ও ব্যাট হাতে ৪১ রান করে নজর কাড়েন।
Published at : 13 Sep 2023 08:47 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























