এক্সপ্লোর
Asian Games: ১০৭ পদক জিতে শেষ হল ভারতের ঐতিহাসিক এশিয়ান গেমস সফর
Asian Games 2023: এশিয়ান গেমসের ১৪তম ভারত ছয়টি সোনার পদক জেতে।
![Asian Games 2023: এশিয়ান গেমসের ১৪তম ভারত ছয়টি সোনার পদক জেতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/34d7ba67b231672d560691df8ddee6941696699141409507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এশিয়ান গেমসে ঐতিহাসিক সোনা জেতেন সাত্ত্বিক-চিরাগ (ছবি: পিটিআই)
1/10
![এশিয়ান গেমসের ১৪তম দিনে ইতিহাস গড়ল ভারত। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার পদকসংখ্যার বিচারে সেঞ্চুরি হাঁকাল ভারত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/ab4ab1e6379c8669389dbabc053dfbf5ea86e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এশিয়ান গেমসের ১৪তম দিনে ইতিহাস গড়ল ভারত। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার পদকসংখ্যার বিচারে সেঞ্চুরি হাঁকাল ভারত।
2/10
![শনিবার ছয় ছয়টি সোনা জিতল ভারত। ২০১৮ সালের রেকর্ড বহু আগেই ভেঙে গিয়েছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/21628931f543f5258e97c616535224e5c28df.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শনিবার ছয় ছয়টি সোনা জিতল ভারত। ২০১৮ সালের রেকর্ড বহু আগেই ভেঙে গিয়েছিল।
3/10
![মোট ১০৭ পদক (২৮টি সোনা, ৩৮ রুপো এবং ৪১টি ব্রোঞ্জ) জিতে ভারতের এবারের এশিয়ান গেমস অভিযান শেষ হল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/710e6dff124bc10b8c22014fc4a1c9ab0942e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মোট ১০৭ পদক (২৮টি সোনা, ৩৮ রুপো এবং ৪১টি ব্রোঞ্জ) জিতে ভারতের এবারের এশিয়ান গেমস অভিযান শেষ হল।
4/10
![দিনের প্রথম সোনা আসে তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নামের হাত ধরে। কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের সিঙ্গেলস বিভাগে সোনা জেতেন তিনি। এই নিয়ে এবারের এশিয়ান গেমসে তাঁর ঝুলিতে এল মোট তিনটি সোনা। একই বিভাগে রুপো জেতেন অদিতি গোপীচাঁদ স্বামী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/3efacf6f03df0f006c63a4403657bba08d093.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিনের প্রথম সোনা আসে তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নামের হাত ধরে। কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের সিঙ্গেলস বিভাগে সোনা জেতেন তিনি। এই নিয়ে এবারের এশিয়ান গেমসে তাঁর ঝুলিতে এল মোট তিনটি সোনা। একই বিভাগে রুপো জেতেন অদিতি গোপীচাঁদ স্বামী।
5/10
![দিনের শেষ সোনাটি জেতে ভারতীয় পুরুষ কবাডি দল। চূড়ান্ত বিতর্কের পর ইরানকে ৩৩-২৯ স্কোরলাইনে হারায় ভারতীয় পুরুষ কবাডি দল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/1cacb91f0f113d057e2f2c3e1c7d8954432be.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিনের শেষ সোনাটি জেতে ভারতীয় পুরুষ কবাডি দল। চূড়ান্ত বিতর্কের পর ইরানকে ৩৩-২৯ স্কোরলাইনে হারায় ভারতীয় পুরুষ কবাডি দল।
6/10
![আজই ইতিহাস গড়েন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটিও। এশিয়ান গেমসের ইতিহাসে ভারতকে ব্যাডমিন্টনে প্রথম সোনা এনে দেন তারকা শাটলার জুটি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/68bf48e1a9cd1153ddd083df96d462ddd0857.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজই ইতিহাস গড়েন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটিও। এশিয়ান গেমসের ইতিহাসে ভারতকে ব্যাডমিন্টনে প্রথম সোনা এনে দেন তারকা শাটলার জুটি।
7/10
![ভারতীয় মহিলা কবাডি দলও চিনা তাইপেকে হারিয়ে সোনা জিতেছে। এই পদকের সুবাদেই প্রথমবার এশিয়ান গেমসে ১০০ পদক জয়ের কৃতিত্ব অর্জন করে ভারত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/64492f471710b6b627c3597b0fff2796d989b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতীয় মহিলা কবাডি দলও চিনা তাইপেকে হারিয়ে সোনা জিতেছে। এই পদকের সুবাদেই প্রথমবার এশিয়ান গেমসে ১০০ পদক জয়ের কৃতিত্ব অর্জন করে ভারত।
8/10
![অপরদিকে, পুরুষদের কমপাউন্ড তিরন্দাজিতে স্বদেশীয় অভিষেক ভার্মাকে পরাজিত করে সোনা জেতেন ওজাস দেওতালে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/719d512ab4e9159cb9c1d9b026a90768db60d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অপরদিকে, পুরুষদের কমপাউন্ড তিরন্দাজিতে স্বদেশীয় অভিষেক ভার্মাকে পরাজিত করে সোনা জেতেন ওজাস দেওতালে।
9/10
![ক্রিকেটে স্বর্ণপদক জেতার ম্যাচ ভারত ও আফগানিস্তান মুখোমুখি হয়েছিল। বৃষ্টির জেরে সেই ম্যাচ ভেস্তে গেলেও, ব়্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকায় রুতুরাজদের ঝুলিতে সোনা আসে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/4cc1bbd169804825647016aaf935e726632cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ক্রিকেটে স্বর্ণপদক জেতার ম্যাচ ভারত ও আফগানিস্তান মুখোমুখি হয়েছিল। বৃষ্টির জেরে সেই ম্যাচ ভেস্তে গেলেও, ব়্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকায় রুতুরাজদের ঝুলিতে সোনা আসে।
10/10
![শেষবেলায় ভারতীয় পুরুষ এবং মহিলা দাবাড়ু দল দুইটি রুপো জিতে ভারতের অভিযান শেষ করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/07/dc2f2ef259e4b824ec34a2d39ff0d9d96daff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শেষবেলায় ভারতীয় পুরুষ এবং মহিলা দাবাড়ু দল দুইটি রুপো জিতে ভারতের অভিযান শেষ করে।
Published at : 07 Oct 2023 10:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)