By : abp ananda | Updated at : 22 Jan 2022 09:53 PM (IST)
Hardik_Rahul_Rashid
1/10
গত মরসুমে পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন। আগামী আইপিএলের (IPL 2022) জন্য তাঁকে কিনেছে নতুন দল লখনউ। কত দামে জানেন? শুনলে চমকে উঠবেন।
2/10
আইপিএলে নতুন ইতিহাস গড়লেন কে এল রাহুল (KL Rahul)। তিনিই হলেন যুগ্মভাবে আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার। ভারতীয় মুদ্রায় ১৭ কোটি টাকা দিয়ে রাহুলকে দলে নিয়েছে লখনউ (Lucknow IPL Team)। আইপিএলে এত দাম পেয়েছেন আর একজন মাত্র ক্রিকেটার। তিনি, বিরাট কোহলি। ২০১৮ সালে যাঁকে ১৭ কোটি টাকা দিয়ে সই করিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার সেই একই দাম পাচ্ছেন রাহুল।
3/10
সাত বছর আগে, ২০১৫ সালে তিনি মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দেন আনক্যাপড ক্রিকেটার হিসাবে। বেতন? মাত্র ১০ লক্ষ টাকা। মুম্বই ইন্ডিয়ান্সে খেলেই নিজেকে প্রমাণ করেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। সুযোগ করে নেন জাতীয় দলে। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ধূমকেতুর গতিতে উত্থান। ২০২১ সালে মুম্বই ইন্ডিয়ান্সে ১১ কোটি টাকার বিনিময়ে খেলেছেন হার্দিক।
4/10
হার্দিককে এবার রিটেনশন তালিকায় রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। সেই সুযোগে তাঁকে তুলে নিয়েছে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি। দলের অধিনায়কও করেছে হার্দিককে। আর খারাপ সময়ের মধ্যেও হার্দিকের চুক্তির অঙ্ক বেড়েছে ৪ কোটি টাকা! ১৫ কোটি টাকায় হার্দিককে নিয়েছে আমদাবাদ।
রশিদ গত মরসুমে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। এবার তাঁকে রাখেনি হায়দরাবাদ।
7/10
রাহুলের পাশাপাশি লখনউ দলে নিয়েছে মার্কাস স্টোইনিসকে। স্টোইনিসের জন্য ৯ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছে লখনউ।
8/10
শুভমন গিলকে ৮ কোটি টাকায় দলে নিয়ে আমদাবাদ। সব মিলিয়ে তিন ক্রিকেটারের জন্য ৩৮ কোটি টাকা খরচ করেছে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি নিলামে ৫২ কোটি টাকা নিয়ে ক্রিকেটার কিনতে যাবে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি।
9/10
আইপিএলে দীর্ঘ চার বছর কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন গিল।