এক্সপ্লোর
IPL 2023: আজ আইপিএলের ফাইনালে নজর থাকবে এই পাঁচ তারকার দিকে
IPL 2023, CSK vs GT: চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড থাকবেন তালিকায়। তিনি চেন্নাই সুপার কিংসের ওপেনিং পজিশনে খেলছেন।

রশিদ ও ধোনি রয়েছেন তালিকায়
1/10

তালিকায় শুরুতেই থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি। নিজের আইপিএল কেরিয়ারের আড়াইশোতম ম্যাচ খেলতে নামবেন ক্যাপ্টেন কুল।
2/10

ফিনিশার হিসেবে তিনি যে এখনও শেষ হয়ে যাননি, তার নিদর্শন চলতি আইপিএলেও রেখেছেন মহেন্দ্র সিংহ ধোনি। লোয়ার অর্ডারে নেমে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানো এখনও ধোনির জুড়ি মেলা ভার।
3/10

তিনটি সেঞ্চুরি ঝুলিতে পুরে নিয়েছেন। কিন্তু এখনও রানের খিদে শেষ হয়নি শুভমন গিলের। মুম্বইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এদিনও কি জ্বলে উঠবে শুভমনের ব্যাট?
4/10

২৩ বছরের তরুণ ব্যাটার ১৬ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৮৫১ রান ঝুলিতে পুরেছেন। সর্বোচ্চ ১২৯।
5/10

চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড থাকবেন তালিকায়।
6/10

এখনও পর্যন্ত সিএসকের ওপেনার চলতি আইপিএলে ১৫ ম্যাচ খেলে ৫৬৪ রান করেছেন। চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি।
7/10

চেন্নাই সুপার কিংসের ব্যাটারদের বিপদে ফেলতে পারেন রশিদ খান। গুজরাত টাইটান্সের এই অভিজ্ঞ লেগি পার্পল ক্যাপের দৌড়েও রয়েছেন এই আফগান স্পিনার।
8/10

এখনও পর্যন্ত রশিদের ঝুলিতে ২৭ উইকেট রয়েছে। ইকনমি রেটও ঈর্ষণীয় ৭.৯৩।
9/10

গুজরাত টাইটান্সের পেসার মহম্মদ শামি রয়েছেন তালিকায়। তিনিই এই মুহূর্তে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন।
10/10

এখনও পর্যন্ত ২৮ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। আজ সংখ্যাটা বাড়িয়ে পার্পল ক্যাপ নিজের ঝুলিতে পাকাপাকি এই মরসুমের জন্য করতে চাইবেন শামি।
Published at : 28 May 2023 06:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
