এক্সপ্লোর
IPL 2023: আইপিএল ফাইনালেই নতুন ইতিহাস লেখার হাতছানি গিল, রশিদের সামনে
GT vs CSK: গোটা আইপিএল জুড়ে গুজরাত টাইটান্সের ধারাবাহিক পারফরম্যান্সের অন্যতম প্রধান কারণ হলেন শুভমন গিল ও রশিদ খানের দুরন্ত ফর্ম।

অনন্য রেকর্ডের হাতছানি শুভমনদের সামনে (ছবি: পিটিআই)
1/9

শুভমন গিলের এ মরসুমে ৮৫১ রান করে ফেলেছেন। বিগত চার ম্যাচে তিনটি শতরান করার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে।
2/9

আইপিএলের এক মরসুমে বিরাট কোহলির ৯৭৩ রানই সর্বকালের সর্বোচ্চ। গিল যদি ফাইনালে ১২৩ রান করতে পারেন, তাহলে তিনি কোহলির এই রেকর্ড ভেঙে ফেলবেন।
3/9

আবার ফাইনালে শতরান হাঁকালে গিল এক মরসুমে সর্বাধিক চারটি শতরান করার রেকর্ডেও ভাগ বসাবেন।
4/9

এখনও পর্যন্ত বিরাট কোহলি ও জস বাটলারই এক মরসুমে চারটি শতরান করেছেন। সেই রেকর্ডেও ভাগ বসাতে পারেন গিল।
5/9

অপরদিকে রশিদ খানের দখলে এ মরসুমে রয়েছে ২৭টি উইকেট। তিনি পার্পল ক্যাপ দৌড়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন।
6/9

আজকের ফাইনালে আরেকটি উইকেট নিলেই যুজবেন্দ্র চাহালের সর্বকালীন রেকর্ড ভেঙে ফেলবেন তিনি।
7/9

গত মরসুমে চাহাল ২৭টি উইকেট নিয়েছিলেন। এ মরসুমে রশিদের দখলে রয়েছে সমসংখ্যক উইকেট। এটাই এক আইপিএল মরসুমে কোনও স্পিনারের সর্বাধিক উইকেট।
8/9

রশিদ আর একটি উইকেট নিতে পারলেই এককভাবে এই রেকর্ড নিজের দখলে করে ফেলবেন রশিদ।
9/9

তবে রশিদ আর শুভমন রেকর্ড গড়তে পারুক না পারুক, মহেন্দ্র সিংহ ধোনি কিন্তু আজকে মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেলবেন। তিনিই প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএলে ২৫০তম ম্য়াচ খেলতে নামবেন।
Published at : 28 May 2023 07:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
