এক্সপ্লোর
Deepak Hooda Birthday: নিজের পারফরম্যান্স খারাপ, দলের হার, জন্মদিন ভাল গেল না দীপক হুডার
দীপক হুডার এবারের জন্মদিন ভাল গেল না। ছবি সৌজন্যে https://www.instagram.com/deepakhooda30/
1/10

মঙ্গলবার জন্মদিনে আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন দীপক হুডা। জন্মদিনটা তাঁর ভাল গেল না। নিজে উল্লেখযোগ্য কিছু করতে পারলেন না, দলও হেরে গেল। ছবি সৌজন্যে https://www.instagram.com/deepakhooda30/
2/10

এদিন ম্যাচের শুরুতে বিরাট কোহলির ক্যাচ নেন হুডা। এরপর ব্যাটিং করতে নেমে ১৪ বলে ১৩ রান করেন তিনি। তাঁর দল ১৮ রানে ম্যাচ হেরে যায়। ছবি সৌজন্যে https://www.instagram.com/deepakhooda30/
Published at : 20 Apr 2022 12:36 AM (IST)
আরও দেখুন






















