এক্সপ্লোর
IPL 2023 Auction: এই পাঁচ ক্রিকেটারের জন্য নিলামে দর হাঁকতে পারে কেকেআর
IPL 2023 Auction Update: এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলে ঋষভ পন্থের পরই যে উইকেট কিপার ব্য়াটারের নাম আলোচনায় আসে তিনি হলেন কে এস ভরত।
জগদীশান ও শাকিব
1/9

কিউয়ি তারকা অলরাউন্ডার ড্যারেল মিচেল রয়েছেন এই তালিকায়। একজন ডেথ ওভার স্পেশালিস্ট ও আন্দ্রে রাসেলের মত হার্ড হিটার হিসেবে ভাবা যেতেই পারে মিচেলকে।
2/9

ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন মিচেল দেশের জার্সিতে সব ফর্ম্যাটেই। আর রাসেলের চোট আঘাতের প্রবণতাও রয়েছে। তাই মিচেল সেরা বিকল্প হতে পারেন কেকেআর শিবিরে।
Published at : 21 Dec 2022 12:15 PM (IST)
আরও দেখুন






















