এক্সপ্লোর
Virat Kohli: রোহিতের সঙ্গে কেমন সম্পর্ক? আইপিএলে মুখোমুখি মহারণের আগে কী বললেন বিরাট?
Virat And Rohit: গত বছরই রোহিতের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। এরপর ২ জনেই কুড়ির ফর্ম্য়াটকে বিদায় জানান। এই বছর দুজনে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন।
বিরাট কোহলি ও রোহিত শর্মা
1/9

১৭ বছর ধরে একসঙ্গে খেলছেন। শুরুটা হয়েছিল বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে। এরপর জাতীয় দলের জার্সিতেও একসঙ্গে পথচলা। মাঝে তাঁদের সম্পর্কের অম্লমধূর রসায়ণ নিয়ে প্রচুর লেখালেখিও হয়েছিল।
2/9

তাঁরা দুজনে অবশ্য কোনওদিনই নিজেদের সম্পর্কে চিড় ধরেছেন এমন কিছু প্রকাশ্যে বলেননি। তবে আসলে এখন কেমন সম্পর্ক দুজনের? বিরাট ও রোহিত কি আগের মতই বন্ধু এখনও।
Published at : 06 Apr 2025 09:01 PM (IST)
আরও দেখুন






















