এক্সপ্লোর
IPL Finals Record : দু'বার ফাইনালে উঠে জোড়া ট্রফি কেকেআরের, চেন্নাইয়ের নবম ফাইনাল, খেতাবি লড়াইয়ের আগে ঝলকে গুরুত্বপূর্ণ সব তথ্য

ipl 2021 csk kkr ipl finals record
1/10

আইপিএলের খেতাবি লড়াইয়ে নবমবার নামছে চেন্নাই সুপার কিংস। নয় বার ফাইনালে খেলতে নেমে তিনবার খেতাব জিতেছে চেন্নাই।
2/10

অপরদিকে দুবার ফাইনালে উঠে দুবারই খেতাব জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এবার খেতাবের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে তারা।
3/10

২০১২ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। যে লড়াইয়ে ধোনির চেন্নাইকে টেক্কা দিয়ে প্রথমবার আইপিএল খেতাব জিতেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কেকেআর।
4/10

২০০৮ সালের প্রথম আইপিএল ফাইনালে শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের কাছে ফাইনালে হেরেছিল চেন্নাই সুপার কিংস।
5/10

২০১০ সালে প্রথমবার আইপিএল খেতাব জেতে চেন্নাই সুপার কিংস। ফাইনালে তারা হারায় মুম্বি ইন্ডিয়ান্সকে।
6/10

২০১১ সালে ফের একবার ফাইনালে উঠে দ্বিতীয়বার খেতাব জেতে চেন্নাই সুপার কিংস। যেবার তারা ফাইনালে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।
7/10

পারফরম্যান্সের দিক থেকে অন্যতম ধারাবাহিক দল হলেও ২০১৮ সালে তৃতীয় আইপিএল খেতাব জেতে সিএসকে।
8/10

গত বছর ফাইনালে ফের হারতে হয়েছিল চেন্নাইকে। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারে সিএসকে।
9/10

প্রথম লেগে ধারাবাহিকতার অভাব থাকলেও দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিএসকে।
10/10

সংযুক্ত আরব আমিরশাহিতে পারফরম্যান্সের দিক থেকে অবশ্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ইয়ন মর্গ্যানের দল। এবার তাদের হাতে খেতাব ওঠে কি না, সেটাই দেখার।
Published at : 15 Oct 2021 03:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
