IPL 2022: দুশো করেও হার চেন্নাইয়ের, কোন পথে এল লখনউয়ের প্রথম জয়?
By : abp ananda | Updated at : 01 Apr 2022 11:36 AM (IST)
KL_Rahul_(5)
1/10
বৃহস্পতিবার আইপিএলে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপারজায়ান্টস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এলএসজি অধিনায়ক কে এল রাহুল।
2/10
প্রথমে ব্যাট করে বড় স্কোর তোলে চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে সিএসকে তোলে ২১০/৭।
3/10
শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করেন রবিন উথাপ্পা। ইনিংস ওপেন করতে নেমে ২৭ বলে ৫০ রান করেন কর্নাটকের ব্যাটার।
4/10
ভিসা জট কাটিয়ে ভারতে পৌঁছে এদিনই প্রথম মাঠে নেমেছিলেন মঈন আলি। গতবার আইপিএলে সিএসকে-কে চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম নায়ক। এদিন ২২ বলে ৩৫ রান করে ফেরেন তিনি।
5/10
মারমুখী মেজাজে ব্যাট করেছেন শিবম দুবেও। চার নম্বরে ব্যাট করতে নেমে ৩০ বলে ৪৯ রান করেন তিনি।
6/10
লখনউ বোলারদের মধ্যে আবেশ খান দুই উইকেট নেন। দুটি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই ও অ্যান্ড্রু টাই।
7/10
জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেন লখনউ ওপেনাররা। মাত্র ৬২ বলে ৯৯ রান যোগ করেন কে এল রাহুল ও কুইন্টন ডি'কক। ২৬ বলে ৪০ রান করেন রাহুল।
8/10
৪৫ বলে ৬১ রান করেন কুইন্টন। তিনিই লখনউয়ের সর্বোচ্চ স্কোরার।
9/10
লোয়ার মিডল অর্ডারে ২৩ বলে ৫৫ রান করে দলকে জয়ের সরণিতে পৌঁছে দেন এভিন লুইস। তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় লখনউ।
10/10
আইপিএলে পরপর দুটি ম্যাচ হেরে চাপে ধোনিরা। অন্যদিকে প্রথম জয়ের স্বাদ পেল লখনউ। ছবি - আইপিএল