এক্সপ্লোর
Yuzvendra Chahal: ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই শ্রেয়স, শশাঙ্ককে নিয়ে বিগ বসের সেটে চাহাল
Yuzvendra Chahal Dhanashree Verma: সম্প্রতি নিজের ব্য়ক্তিগত জীবনে টালমাটাল চলছে তারকা স্পিনারের। স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে সম্পর্ক ভাল জায়গায় নেই। দুজনের ডিভোর্সের গুঞ্জনও শোনা যাচ্ছে।

চাহাল, শ্রেয়স ও শশাঙ্ক বিগ বসের সেটে
1/8

আগামী আইপিএল মশুমে পাঞ্জাব কিংসের জার্সিতে খেলতে দেখা যাবে যুজবেন্দ্র চাহালকে। ১৮ কোটি টাকা মূল্যে তাঁকে দলে নিয়েছে পাঞ্জাব।
2/8

সম্প্রতি নিজের ব্য়ক্তিগত জীবনে টালমাটাল চলছে তারকা স্পিনারের। স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে সম্পর্ক ভাল জায়গায় নেই। দুজনের ডিভোর্সের গুঞ্জনও শোনা যাচ্ছে।
3/8

এরই মধ্যে পাঞ্জাব কিংসের আরও দুই সতীর্থ শ্রেয়স আইয়ার ও শশাঙ্ক সিংহকে নিয়ে বিগ বস ১৮-এর সেটে দেখা গেল চাহালকে।
4/8

২০২৩ সালে চাহালপত্নীর ‘চাহাল’ পদবী সরিয়ে নেওয়া থেকেই। তারই মধ্যে চাহালের স্ত্রী ধনশ্রীর আরেক পোস্ট ঘিরে জল্পনার জল বহুদূর গড়ায়।
5/8

শ্রেয়সের সঙ্গে ধনশ্রীর সম্পর্কও বেশ ভাল। এমনকী সোশ্য়াল মিডিয়াতে তো এমনও খবর চাউর হয়েছে যে শ্রেয়স ও ধনশ্রী পরস্পরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন ও তাঁদর বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। যদিও চাহাল ও শ্রেয়স দীর্ঘদিনের বন্ধু।
6/8

সম্প্রতি ধনশ্রী নিজের সোশ্য়াল মিডিয়াতে লিখেছিলেন, 'আমার চুপ থাকাটা আমার দুর্বলতার পরিচয় নয়, শক্তির পরিচয়। নেতিবাচক জিনিসপত্র তো খুব সহজেই অনলাইনে ছড়িয়ে পড়ে। তবে অন্যদের উদ্বুদ্ধ করতে সাহসিকতার প্রয়োজন হয়। আমি আমার সত্যি ও মূল্যবোধ আঁকড়ে ধরে এগিয়ে যেতে চাই। আমার সঙ্গে সত্যিটা আছে, তাই আমার কোনও ব্যাখা দেওয়ার প্রয়োজন নেই।'
7/8

চাহালও নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে লিখেছেন, 'পরিশ্রমই মানুষজনের চরিত্র গঠন করে। আমরা সকলেই নিজেদের সফরটা জানি। আমরা জানি এই জায়গায় পৌঁছতে হলে আমাদের কী কী করতে হয়েছে, কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। গোটা বিশ্ব জানে। নিজেদের বাবা, মার মুখ উজ্জ্বল করতে নিজের সর্বস্বটা দিয়ে ঘাম ঝরিয়েছ। যাই হোক একজন গর্বিত সন্তান হিসাবে মাথা উঁচু করে বাঁচ।''
8/8

বছর চারেক আগে ২০২০ সালের ২২ ডিসেম্বর ধনশ্রীর সঙ্গে বিয়ে সারেন চাহাল। তবে সম্প্রতি চাহাল ও ধনশ্রী সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন। চাহাল নিজের প্রোফাইল থেকে ধনশ্রীর সমস্ত ছবি সরিয়ে দেওয়ায় দুইজনের বিবাহবিচ্ছেদের জল্পনা আরও বাড়ে।
Published at : 11 Jan 2025 12:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
