এক্সপ্লোর
IPL 2022: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি আরসিবির, কীভাবে এল জয়?
RCB_Cricket_Team
1/10

টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। আগের ম্যাচের দলে কোনও বদল করেনি আরসিবি। কেকেআর শিবম মাভিকে বাদ দিয়ে টিম সাউদিকে খেলায়।
2/10

বল করতে এসেই বেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে দেন বাংলার পেসার আকাশ দীপ।
3/10

আকাশ দীপ তুলে নিলেন ৩ উইকেট। ৪৫ রান দিয়ে। বল করতে এসে প্রথমেই ফেরান বেঙ্কটেশ আইয়ারকে। পরে নীতিশ রানা ও উমেশ যাদবকে ফেরান তিনি।
4/10

অন্যদিক থেকে দুরন্ত স্পেল করে যান ওয়ানিন্দু হাসারাঙ্গাও। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিলেন তিনি। কেকেআর ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন তিনি।
5/10

শ্রেয়স আইয়ার মাত্র ১৩ রান করে ফেরেন। কেকেআরের টপ ও মিডল অর্ডারের কেউই রান পাননি। একটা সময় ৬৭/৬ হয়ে গিয়েছিল কেকেআর।
6/10

আন্দ্রে রাসেল পাল্টা লড়াই করেন। ১৮ বলে ২৫ করেন তিনি। কেকেআর তোলে ১২৮।
7/10

বল হাতে আরসিবি শিবিরকে শুরুতেই ধাক্কা দেন উমেশ যাদব। বিরাট কোহলি-সহ ২ উইকেট তুলে নেন।
8/10

টিম সাউদিও ছিলেন ছন্দে। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন।
9/10

২০ বলে ২৭ রান করে আরসিবিকে জয়ের রাস্তায় এগিয়ে দেন বাংলার শাহবাজ আমেদ।
10/10

আন্দ্রে রাসেলকে ছক্কা ও চার মেরে চার বল বাকি থাকতে আরসিবিকে ম্যাচ জেতান দীনেশ কার্তিক।
Published at : 31 Mar 2022 12:55 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















