এক্সপ্লোর
IPL 2022: ১০০ কোটির ওপর সম্পত্তি, রবীন্দ্র জাডেজার বিলাসবহুল জীবন তাক লাগাবে আপনাকেও

রবীন্দ্র জাডেজার বিলাসবহুল জীবন
1/10

রবীন্দ্র জাডেজার বিশ্বের তারকা অলরাউন্ডারদের মধ্যে গণ্য করা হয়। যার কারণে তাঁর ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। ভারতের অন্যতম সেরা তারকা ক্রিকেটার জাডেজা।
2/10

বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার ছিলেন জাডেজা। নিজের ব্যক্তিগত জীবনও রাজার মতো কাটান এই অলরাউন্ডার।
3/10

সূত্র অনুযায়ী রবীন্দ্র জাডেজার সম্পত্তির পরিমাণ প্রায় একশো কোটি বা তার বেশি। নিজের বিলাসবহুল জীবন কাটানোর জন্য প্রচুর খরচাও করেন তিনি।
4/10

ঘোড়াপ্রেমী জাদেডা। সৌরাষ্ট্রে নিজের ফার্ম হাউজে অনেকগুলো ঘোড়া রেখেছেন তিনি। তাদের সঙ্গে সময় কাটান তিনি।
5/10

জাডেজা একজন গাড়ি প্রেমীও। নিজের গ্যারাজে অনেক গাড়ি রয়েছে এই অলরাউন্ডারের।
6/10

জাদেজার আয় এবং মোট সম্পদের মূল উৎস ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করেন তিনি।
7/10

এবার আইপিএলেও চেন্নাই তাকে ধরে রেখেছে ১৬ কোটি টাকায়। চেন্নাইয়ের হয়ে সবচেয়ে দামি খেলোয়াড়ও হয়েছেন তিনি।
8/10

রবীন্দ্র জাদেজা গুজরাতের জামনগরে একটি বিলাসবহুল ডিজাইনিং বাড়ির মালিক।
9/10

নিজের প্রিয় খচ্চরের পিঠে সওয়ার হয়ে বিভিন্ন সময় বেরিয়ে পড়েন জাডেজা।
10/10

একটি কালো হুন্ডাই অ্যাকসেন্ট এবং একটি সাদা অডি Q7, BMW X1 এবং হায়াবুসা বাইকের মালিক৷
Published at : 19 Apr 2022 07:36 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
