এক্সপ্লোর
IPL Records: পয়সা উসুল! কমলা টুপির দৌড়ে সকলের আগে ১৫.২৫ কোটির ঈশান
Jos_Buttler_Andre_Russell_Ishan_Kishan
1/10

ভারতীয় উইকেটকিপারদের মধ্যে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে, ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাদের পয়সা যেন উসুল হওয়ার পথে। আইপিএলে দুই ম্যাচেই হেরেছে মুম্বই। কিন্তু ২ ম্যাচে ১৩৫ রান করে কমলা টুপির দৌড়ে সকলের আগে ঈশান কিষাণ।
2/10

২ ম্যাচে ১৩৫ রান করে কমলা টুপির দৌড়ে ঢুকে পড়লেন জস বাটলারও। শনিবার যিনি মুম্বইয়ের বিরুদ্ধেই সেঞ্চুরি করলেন। তবে ব্য়াটিং গড় ও স্ট্রাইক রেটে পিছিয়ে থাকায় ঈশানের সমান রান হলেও তালিকায় দ্বিতীয় ইংরেজ তারকা।
Published at : 03 Apr 2022 12:22 AM (IST)
আরও দেখুন






















