এক্সপ্লোর
IPL 2024: বিতর্ক চলছেই, বিশ্বকাপের ১৫ ভারতীয় প্লেয়ারের চলতি আইপিএলে পারফরম্য়ান্স এক নজরে
T20 World Cup 2024: গতকাল ৩০ এপ্রিলই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএলে পারফরম্য়ান্সের বিচারেই দলে সুযোগ পেয়েছেন প্লেয়াররা।
রোহিত ও বিরাট (ছবি পিটিআই)
1/15

চলতি আইপিএলে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। অরেঞ্জ ক্যাপ ঝুলিতে রয়েছে বর্তমানে। ১০ ম্য়াচে ৫০০ রান করেছেন ১৪৭ স্ট্রাইক রেটে।
2/15

চলতি আইপিএলে শুরু থেকে খেলতে পারননি সূর্যকুমার যাদব। ৭ ম্য়াচে মোট ১৭৬ রান করেছেন। ১৭০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি।
3/15

৯ ইনিংসে ৩৮৫ রান করেছেন সঞ্জু স্যামসন। রাজস্থানের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটার ৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন।
4/15

চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই মহম্মদ সিরাজ। তিনি এখনও পর্যন্ত মোট ৯ ম্য়াচ খেলে ৬ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন।
5/15

ভারত অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ওপেনে নেমে ১০ ইনিংসে ৩১৫ রান করেছেন ১৫৮ স্ট্রাইক রেটে। ১টি শতরান রয়েছে।
6/15

উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তিনি ১১ ইনিংসে ৩৯৮ রান করেছেন ১৫৮ স্ট্রাইক রেটে। তিনটি অর্ধশতরান রয়েছে ঝুলিতে।
7/15

রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল ৯ ইনিংসে ২৪৯ রান করেছেন। একটি শতরান রয়েছে ঝুলিতে।
8/15

৯ ম্য়াচে ১৫৭ রান করেছেন রবীন্দ্র জাডেজা ১৩১ স্ট্রাইক রেটে। বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার।
9/15

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের ডেপুটির দায়িত্ব পেয়েছেন হার্দিক। ব্যাট হাতে চলতি আইপিএলে ১৯৭ রান করেছেন ও ৬ উইকেট ঝুলিতে পুরেছেন।
10/15

শিবম দুবের দু্দান্ত আইপিএল কাটছে এই মরশুমে। ৯ ইনিংসে ৩৫০ রান করেছেন। ১৭২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই বাঁহাতি।
11/15

যুজবেন্দ্র চাহাল চলতি আইপিএলে ৯ ইনিংস খেলে ১৩ উইকেট ঝুলিতে পুরেছেন। ৯ ইকনমি রেটে বল করেছেন চাহাল চলতি আইপিএলে।
12/15

১০ ইনিংসে ১৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে এখনও শীর্ষে বুমরা। তিনি ৬.৪০ ইকনমি রেটে বোলিং করেছেন।
13/15

বল হাতে ১১ ইনিংসে ৯ উইকেট নিয়েছেন চলতি আইপিএলে অক্ষর পটেল। আর ব্যাট হাতে করেছেন ১৪৯ রান।
14/15

৯ ইনিংস খেলেছেন আইপিএলে অর্শদীপ সিংহ। পাঞ্জাবের এই তরুণ ৯.৬৫ ইকনমি রেটে ১২ উইকেট ঝুলিতে পুরেছেন এখনও পর্যন্ত।
15/15

দলে আছেন কুলদীপ যাদবও। ৮ ইনিংসে ১২ উইকেট নিয়েছে তিনি ৮.৫১ ইকনমি রেটে।
Published at : 01 May 2024 01:58 PM (IST)
View More
Advertisement
Advertisement






















