এক্সপ্লোর
KKR IPL 2024: রান তাড়া করলেই ভয়ঙ্কর হয়ে উঠছে কেকেআর, কাঁপছে বিপক্ষরা
IPL 2024: চলতি আইপিএলে রান তাড়া করে সব ম্যাচে জিতেছে কেকেআর। চারটি ম্যাচে রান তাড়া করতে হয়েছিল নাইটদের। সবকটিই জিতেছেন শ্রেয়স আইয়াররা।

আইপিএল ফাইনালে পৌঁছে গিয়েছে কেকেআর। - পিটিআই
1/10

আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কোয়ালিফায়ার ওয়ানে ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে দুরমুশ করেছেন নাইটরা।
2/10

এবারের আইপিএলে এক অদ্ভুত রেকর্ড গড়ে ফেলেছে কেকেআর। যা তাদের শক্তির পরিচয়ও দিচ্ছে।
3/10

চলতি আইপিএলে রান তাড়া করে সব ম্যাচে জিতেছে কেকেআর। চারটি ম্যাচে রান তাড়া করতে হয়েছিল নাইটদের। সবকটিই জিতেছেন শ্রেয়স আইয়াররা।
4/10

যে ক'টি ম্যাচে রান তাড়া করে জিতেছে কেকেআর, তার কোনওটিতেই আউট হননি শ্রেয়স আইয়ার। মঙ্গলবারও অপরাজিত হাফসেঞ্চুরি করে ম্যাচ জেতান দলকে।
5/10

রান তাড়া করার ক্ষেত্রে আন্দ্রে রাসেল ও রামনদীপ সিংহকে এখনও অবধি ব্যাটিং করার জন্য নামতেই হয়নি।
6/10

রান তাড়া করার সময় লক্ষ্যপূরণ করতে ১৭ ওভারের বেশি লাগেনি কেকেআরের। সে লক্ষ্য যত বড়ই হোক না কেন, হেসেখেলে ম্যাচ জিতেছেন নাইটরা।
7/10

রান তাড়া করার ক্ষেত্রে সব দলেরই অন্যতম বড় কৌশল হল, পাওয়ার প্লে-র ফিল্ডিং বিধিনিষেধের ফায়দা তোলা।
8/10

পাওয়ার প্লে-র ৬ ওভার ৩০ গজের বৃত্তের বাইরে মাত্র চারজন ফিল্ডার থাকেন। সেই সুযোগ কাজে লাগিয়ে উঁচু শট খেলার ঝুঁকি নেন ব্যাটাররা। যাতে দ্রুত চার-ছক্কা মেরে বোলারদের চাপে ফেলে দেওয়া যায়।
9/10

আর এই ব্যাপারে সিদ্ধহস্ত কেকেআর। রান তাড়া করার ক্ষেত্রে পাওয়ার প্লে-র ৬ ওভারের মধ্যে ৬০ বা তার বেশি রান তুলে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিচ্ছে কেকেআর।
10/10

রবিবার ফাইনালেও কি রান তাড়া করার কৌশলই নেবে কেকেআর? দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। - পিটিআই
Published at : 22 May 2024 06:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement
ট্রেন্ডিং
