এক্সপ্লোর
IPL 2024: রেকর্ড গড়া যেন মুড়ি-মুড়কির মত এই মানুষটার কাছে, আজই নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বিরাট?
Virat Kohli Record Update: মোট আইপিএলের মঞ্চে আরসিবির জার্সিতে ২৫৬ ম্য়াচের মধ্য়ে ২৪৭ ইনিংসে ব্যাট করতে নেমে ৭৮৯০ রান করেছেন। সর্বাধিক সেঞ্চুরিও বিরাটের ঝুলিতে।

নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি (ছবি পিটিআই)
1/8

নাম বিরাট, তাঁর কাজও বিরাট। মাঠে যখনই নামেন, তখনই নতুন রেকর্ড গড়েন, পুরনো রেকর্ড ভাঙেন এই ডানহাতি।
2/8

আরসিবির জার্সিতে গত ১৭ মরশুম ধরে খেলে যাচ্ছেন আইপিএলে। টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক তিনিই।
3/8

চলতি মরশুমেও বিরাটই অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে রয়েছেন এখন। ২০৩ রান এখনও পর্যন্ত করেছেন ৪ ম্য়াচে।
4/8

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আজ খেলতে নামবে আরসিবি। সেই ম্য়াচেও ব্যাট হাতে ওপেনে দেখা যাবে কিং কোহলিকে।
5/8

৩৫ বছরের অভিজ্ঞ তারকা ক্রিকেটার আরও এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। মাইলস্টোন ছুঁতে পারবেন?
6/8

আর ১১০ রান করলেই আরসিবির জার্সিতে ৮ হাজার রানের মালিক হয়ে যাবেন বিরাট। কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে বিশ্বের প্রথম কোনও ব্যাটার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করবেন বিরাট।
7/8

আরসিবির জার্সিতে খেলতে নেমে আইপিএলে বিরাট হাঁকিয়েছেন মোট ৭৪৬৬ রান করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলতে নেমে বিরাট ৪২৪ রান করেছেন।
8/8

মোট আইপিএলের মঞ্চে আরসিবির জার্সিতে ২৫৬ ম্য়াচের মধ্য়ে ২৪৭ ইনিংসে ব্যাট করতে নেমে ৭৮৯০ রান করেছেন। সর্বাধিক সেঞ্চুরিও বিরাটের ঝুলিতে। সংখ্যাটা ৭।
Published at : 06 Apr 2024 06:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
অটো
Advertisement
ট্রেন্ডিং
