এক্সপ্লোর
IPL 2024: বিশ্বমানের গতি, শ্রীকৃষ্ণের ভক্ত, লখনউয়ের ডাগ আউট থেকে বিশ্বকাপের দরজা খুলতে পারবেন ময়ঙ্ক?
Mayank Yadav: ময়ঙ্কের উত্থাণ আচমকাই আইপিএলে হয়েছে। দিল্লির সনেট ক্লাব থেকে ক্রিকেটে হাতেখড়ি। সেখান থেকে দিল্লির ঘরোয়া ক্রিকেটের আঙিনা হয়ে আইপিএলে সুযোগ পেয়েছেন নিজের জাত চেনানোর।

আইপিএলে দাপট দেখাচ্ছেন ময়ঙ্ক যাদব (ছবি পিটিআই)
1/9

একটাই নাম চারিদিকে ঘোরাফেরা করছে বর্তমানে আইপিএলের মঞ্চে। তিনি হলেন ময়ঙ্ক যাদব। লখনউ সুপারজায়ান্টসের বছর একুশের পেসার তাঁর গতিতে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
2/9

দেড়শোর বেশি গতিতে বল করেছেন ধারাবাহিকভাবে। চলতি আইপিএলের সবচেয়ে দ্রুততম ১৫৬ কিমি/ঘণ্টা গতিতে বল করেছিলেন গতকাল।
3/9

ময়ঙ্কের উত্থাণ আচমকাই আইপিএলে হয়েছে। দিল্লির সনেট ক্লাব থেকে ক্রিকেটে হাতেখড়ি। সেখান থেকে দিল্লির ঘরোয়া ক্রিকেটের আঙিনা হয়ে আইপিএলে সুযোগ পেয়েছেন নিজের জাত চেনানোর।
4/9

প্রথমে অনূর্ধ্ব ১৬ বিভাগে, তারপর অনূর্ধ্ব ১৯ বিভাগে – ধীরে ধীরে বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেট খেলতে শুরু করে। সেই থেকে সফর শুরু ময়ঙ্কের।
5/9

গতকাল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩
6/9

সম্প্রতি এক সাক্ষাৎকারে ময়ঙ্ক বলেছিলেন যে তিনি শ্রীকৃষ্ণের ভক্ত। আর নিরামিশ খাবারই খান। এইরকম ভয়ঙ্কর গতি বজায় রাখার জন্য ডায়েট ও পর্যাপ্ত ঘুম তাঁকে সাহায্য করে।
7/9

বয়স মাত্র ২১ বছর। তিন বছর আগে ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটে অভিষেক। প্রথম ম্যাচেই তিন উইকেট নিয়ে জেতান দিল্লিকে। এবারেও দুটো ম্য়াচ খেলে দুটো ম্য়াচেই তিনটি করে উইকেট নিয়েছেন।
8/9

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে জুন মাসে। আইপিএলে এমন চমকপ্রদ পারফরম্য়ান্সের পর অনেকেই ময়ঙ্ককে বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে দেখতে চাইছেন।
9/9

আইপিএলে শন টেট সবচেয়ে দ্রুততম গতির ১৫৭.৭১ কিমি/ঘণ্টা গতিতে বল করেছিলেন। তাঁকে কি টেক্কা দেবেন ময়ঙ্ক? উত্তর সময়ই দেবে।
Published at : 03 Apr 2024 08:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
