এক্সপ্লোর
RR vs KKR: মিডল অর্ডারের বিরুদ্ধে স্পিনারদের ভেল্কি, না ডি ককের দুরন্ত ইনিংস, কোন মন্ত্রে RR-কে হারাল KKR?
IPL 2025: প্রথম ম্যাচে হারলেও রাজস্থানকে হারিয়ে মরশুমের প্রথম দুই পয়েন্ট পকেটে পুরল কেকেআর।

ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন ডি কক (ছবি: পিটিআই)
1/9

রাজস্থান রয়্যালসের হয়ে যশস্বী ও স্যামসন শুরুটা ভালভাবে করেছিলেন। স্যামসনকে ফেরান বৈভব।
2/9

তারপরে রিয়ান পরাগ আর যশস্বী ইনিংসটা সামলে নিয়েছিলেন। তবে তারপরেই স্পিন জালে আটকে যায় রাজস্থান রয়্যালস।
3/9

রিয়ান পরাগকে ফিরিয়ে প্রথমে পার্টনারশিপ ভাঙেন বরুণ চক্রবর্তী।
4/9

তারপরে সুনীল নারাইনের বদলি হিসাবে এই ম্যাচ খেলা মঈন আলি যশস্বী জয়সওয়ালকে সাজঘরে ফেরান। এরপর দুই স্পিনার আরও একটি করে উইকেট নেন। এখানেই রাজস্থানের ইনিংসের কোমড় ভেঙে যায়।
5/9

রয়্যালসরা এর পরে আর বড় রান করতে পারেনি। খুব কষ্ট করে নয় উইকেটে ১৫১ রান তোলে রাজস্থান।
6/9

জবাবে মঈন আলি ও কুইন্টন ডি কক দেখেশুনে ইনিংসটা শুরু করেন।
7/9

মিডল ওভারে যেখানে রাজস্থানের ইনিংস ছন্নছাড়া হয়ে যায় , সেখানে সেট ডি ককের উপস্থিতিতে অতি সহজেই রান তোলে কেকেআর।
8/9

শেষমেশ ১৫ বল ও আট উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় নাইট শিবির।
9/9

প্রথম ম্যাচ হারলেও এই জয়ের সুবাদে নাইটরা লিগ তালিকায় ছয়ে উঠে আসল। ছবি: পিটিআই
Published at : 27 Mar 2025 12:46 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
