এক্সপ্লোর
IPL 2025: কোহলিকে বল করতে গিয়ে কেঁদে ফেললেন সিরাজ? হইচই পড়ে গেল আইপিএলে
Mohammed Siraj And Virat Kohli: যদিও বল হাতে তুলে নেওয়ার পর তিনি যে পেশাদার মানসিকতা নিয়েই খেলেছেন, জানাতে ভোলেননি সিরাজ। তবু বিরাটের জন্য তাঁর আবেগ সকলের মন জিতে নিয়েছে।

কোহলিকে দেখে আবেগপ্রবণ সিরাজ। - পিটিআই
1/10

তাঁরা এক সময়কার সতীর্থ। বিরাট কোহলি ও মহম্মদ সিরাজ। একজন কিংবদন্তি ব্যাটার। অন্যজন নামী পেসার।
2/10

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে খেলেই প্রথম প্রচারের আলোয় আসা মহম্মদ সিরাজের। তিনি যখন আইপিএলে খেলা শুরু করেন, কোহলি আরসিবির অধিনায়ক।
3/10

সিরাজ নিজেও স্বীকার করেন যে, তাঁর কেরিয়ারে কোহলির ভূমিকা অপরিসীম। সিরাজের গলি থেকে রাজপথে উত্থানে কাহিনি ভারতীয় ক্রিকেটে রূপকথা হয়ে রয়েছে।
4/10

তবে এবারের আইপিএলে সিরাজকে আর আরসিবি জার্সিতে দেখা যাচ্ছে না। তাঁকে রিটেন করেনি আরসিবি। নিলাম থেকেও কেনেনি।
5/10

সিরাজ যোগ দিয়েছেন গুজরাত টাইটান্সে। আইপিএলে নিজের পুরনো দল আরসিবি-র বিরুদ্ধে দুরন্ত স্পেল করে দলকে ম্যাচ জিতিয়েছেন সিরাজ।
6/10

তবে বিরাটের জন্য তাঁর মনে রয়ে গিয়েছে আলাদা জায়গা। বুধবার বেঙ্গালুরুতে বিরাটকে বল করার সময় আচমকা থেমে যান সিরাজ।
7/10

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিরাজকে দেখে মনে হয়েছে, তাঁর চোখের কোণ চিকচিক করছে। কেঁদে ফেলেছিলেন সিরাজ?
8/10

ম্যাচের পর সিরাজ কার্যত স্বীকারই করে নেন যে, তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সিরাজ বলেন, 'দীর্ঘ সাত বছর আমি আরসিবিতে খেলেছি।'
9/10

সিরাজ জানিয়েছেন, তিনি স্নায়ুর চাপে ভুগছিলেন। তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
10/10

যদিও বল হাতে তুলে নেওয়ার পর তিনি যে পেশাদার মানসিকতা নিয়েই খেলেছেন, জানাতে ভোলেননি সিরাজ। তবু বিরাটের জন্য তাঁর আবেগ সকলের মন জিতে নিয়েছে। ছবি - পিটিআই
Published at : 03 Apr 2025 08:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
