এক্সপ্লোর
IPL 2025: কোহলিকে বল করতে গিয়ে কেঁদে ফেললেন সিরাজ? হইচই পড়ে গেল আইপিএলে
Mohammed Siraj And Virat Kohli: যদিও বল হাতে তুলে নেওয়ার পর তিনি যে পেশাদার মানসিকতা নিয়েই খেলেছেন, জানাতে ভোলেননি সিরাজ। তবু বিরাটের জন্য তাঁর আবেগ সকলের মন জিতে নিয়েছে।
কোহলিকে দেখে আবেগপ্রবণ সিরাজ। - পিটিআই
1/10

তাঁরা এক সময়কার সতীর্থ। বিরাট কোহলি ও মহম্মদ সিরাজ। একজন কিংবদন্তি ব্যাটার। অন্যজন নামী পেসার।
2/10

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে খেলেই প্রথম প্রচারের আলোয় আসা মহম্মদ সিরাজের। তিনি যখন আইপিএলে খেলা শুরু করেন, কোহলি আরসিবির অধিনায়ক।
Published at : 03 Apr 2025 08:13 PM (IST)
আরও দেখুন






















