এক্সপ্লোর
IPL 2025: বয়স মাত্র ১৭, সুযোগ ধোনির দলে! লোকাল ট্রেনে যাতায়াত করা ক্রিকেটার খেলবেন আইপিএলে
Ayush Mhatre: তিনি আইপিএল গ্রহে ছিলেন না। আচমকাই পেয়ে গেলেন সুযোগ।
চেন্নাইয়ে সুযোগ আয়ূষের। - পিটিআই
1/10

তিনি আইপিএল গ্রহে ছিলেন না। আচমকাই পেয়ে গেলেন সুযোগ।
2/10

বয়স মাত্র ১৭ বছর। আর সেই বয়সেই খেলার সুযোগ পেয়ে গেলেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে।
3/10

তিনি আয়ূষ মাত্রে। মুম্বইয়ের তরুণ ক্রিকেটারকে দলে নিল চেন্নাই সুপার কিংস।
4/10

কনুইয়ের চোটের জন্য গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। যিনি সিএসএকে-র অধিনায়কও ছিলেন।
5/10

রুতুরাজের পরিবর্ত হিসাবে মুম্বইয়ের ক্রিকেটারকে নিয়েছে চেন্নাই। যিনি সপ্তাহ দুয়েক ধরে চেন্নাইয়ের নেটে প্র্যাক্টিস করছিলেন।
6/10

মুম্বইয়ের হয়ে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্রে। আর তার মধ্যেই জোড়া সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করেছেন। পাশাপাশি সাতটি লিস্ট এ ম্যাচেও খেলেছেন মাত্রে। নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৮১ ও সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৪৮ রান করেছিলেন।
7/10

মুম্বই শহর থেকে ৪৬ কিলোমিটার দূরে বিরারে বাড়ি মাত্রের। রোজ ভোর ৪.১৫-তে ঘুম থেকে উঠে ৫টার লোকাল ট্রেন ধরে শহরে চলে যেতেন ক্রিকেট খেলার জন্য। তাঁর ঠাকুর্দা পৌঁছে দিতেন প্র্যাক্টিসের মাঠে।
8/10

মাত্র ৬ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু। ১০ বছর বয়সে মাতুঙ্গা ডন বস্কো স্কুলে ভর্তি হওয়ার পর থেকে ক্রিকেটে আরও বেশি মনোনিবেশ করেন।
9/10

আয়ুষের বাবা একবার চাকরি হারিয়েছিলেন। অর্থাভাবের সঙ্গে লড়াই করতে হয়েছে। ভাঙা ব্যাট দিয়েই খেলেছেন রোহিত শর্মার ভক্ত।
10/10

লোকাল ট্রেনে চড়েই যাতায়াত করেন আয়ূষ। বাবা এখন তাঁর সঙ্গে যান। যাতে ভিড় ট্রেনে কারও সঙ্গে ভারি কিটব্যাগ নিয়ে ঝামেলা হলে তিনি সামলে নিতে পারেন। ছবি - পিটিআই ও আয়ূষ মাত্রের ইনস্টাগ্রাম
Published at : 14 Apr 2025 06:49 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















