এক্সপ্লোর
IPL Retention 2025: ফের একবার সর্বাধিক টাকা নিয়ে নিলামে নামবে পাঞ্জাব, চ্যাম্পিয়ন কেকেআরের হাতে রইল কত?
IPL 2025: ইতিমধ্যেই ১০ আইপিএল নিজেদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে দিয়েছে।
কেকেআর কিন্তু চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়সকে রিটেন করেনি (ছবি: পিটিআই)
1/10

এখনও প্রথম খেতাব অধরা। নতুন কোচের অধীনে নতুনভাবে শুরু করতে আগ্রহী পাঞ্জাব কিংস কেবল প্রভসিমরণ ও শশাঙ্ক সিংহকে রিটেন করেছে। খরচ হয়েছে ৯.৫ কোটি। নিলামে পাঞ্জাবের হাতে খরচের জন্য রয়েছে সর্বাধিক ১১০.৫ কোটি।
2/10

মাত্র দুই দলই ছয় ক্রিকেটারকে রিটেন করে ফেলেছে। অর্থাৎ কোনও রাইট টু ম্যাচ বা আরটিএম কার্ড ছাড়াই নিলামে নামবেন তাঁরা। এদের মধ্যে একটি রাজস্থান রয়্যালস ও অপরটি কলকাতা নাইট রাইডার্স।
Published at : 31 Oct 2024 09:39 PM (IST)
আরও দেখুন






















