এক্সপ্লোর
Rahul Chahar Pre-Wedding: সাত পাকে বাঁধা পড়লেন রাহুল চাহার? নিজেই ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে

বিয়ে করলেন রাহুল চাহার
1/11

সাত পাকে বাঁধা পড়ছেন রাহুল চাহার? প্রি ওয়েডিংয়ের ছবি পোস্ট ইনস্টাগ্রামে
2/11

রাহুল চাহার ২০১৯ সালেই বাগদান করেছিলেন। আজ বিয়ে করলেন তিনি। পাত্রীর নাম ইশানি। তিনি পেশায় ফ্যাশন ডিজাইনার।
3/11

করোনার জন্য বিয়ের অনুষ্ঠান এতদিন করা হচ্ছিল না। অবশেষে সেই অনুষ্ঠান হতে চলেছে।
4/11

বেশ কিছু ছবি পোস্ট করেছেন রাহুল নিজেই। সেখানে দেখা যাচ্ছে যে ইশানির সঙ্গে রয়েছেন রাহুল।
5/11

রাহুলের বয়স মাত্র ২২। কিন্তু বিয়ের সিদ্ধান্তটা এর মধ্যেই নিয়ে ফেললেন তিনি। ইশানির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাঁর।
6/11

রাহুল ও দীপক ২ জনেই জাতীয় দলের হয়ে খেলেছেন। আইপিএলে দীপক চেন্নাইয়ের হয়ে খেলেছেন। রাহুল এতদিন মুম্বইয়ের হয়ে খেলেছেন।
7/11

ইশানির সঙ্গে এর আগও রাহুলকে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল। তবে ২ জনে কখনওই তাঁদের সম্পর্কের কথা জনসমক্ষে বলেননি।
8/11

আসন্ন আইপিএলে পঞ্জাব কিংসে খেলবেন রাহুল। ৫ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে পঞ্জাব।
9/11

ভারতের হয়ে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাহুল। তুলে নিয়েছেন ৭ উইকেট।
10/11

নিজের ইনস্টাগ্রামে ধাপে ধাপে ছবি পোস্ট করেছেন রাহুল। প্রথমে গায়ে হলুদের ও পরে বিয়ের ছবি পোস্ট করেছেন তিনি।
11/11

সাত পাকে বাঁধার ছবি পোস্ট করে রাহুল লিখেছেন, সবসময়ের জন্য ভালবাসা।
Published at : 09 Mar 2022 10:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
অটো
Advertisement
ট্রেন্ডিং
