এক্সপ্লোর
IPL 2024 Auction : গত আইপিএলে দল পাননি, আসন্ন নিলামে বড় দর উঠতে পারে এই ক্রিকেটারদের জন্য
IPL 2024: রশিদ খান ছাড়া আফগানিস্তানের স্পিন বিভাগের অন্যতম পরিচিত মুখ মুজির উর রহমন। মাঝে কয়েক বছর পারফরম্যান্স ভাল ছিল না। তবে আসন্ন নিলামে তাঁকে নিতে পারে কোনও দল।

তালিকায় শামসি ও হেড রয়েছেন (ছবি এএনআই)
1/9

গত বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়াকে জেতানোর মূল নায়ক। ট্রাভিস হেডও গত আইপিএলে দলে ছিলেন না, আসন্ন নিলামে বড় দর পেতে পারেন তিনি।
2/9

শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটার দাসুন শনাকা রয়েছেন তালিকায়।
3/9

ইংল্যান্ডের বাঁহাতি ওপেনার ডেভিড মালান রয়েছে তালিকায়। তিনিও গত নিলামে দল পাননি। এবার তাঁর সম্ভাবনা রয়েছে দল পাওয়ার।
4/9

বিশ্বকাপে কিউয়িরা সেমিতে হেরে ছিটকে গেলেও ধারাবাহিক ভাল খেলেছেন ড্য়ারিল মিচেল। আসন্ন নিলামে তাঁকে নিতেও ঝাঁপাতে পারে
5/9

রশিদ খান ছাড়া আফগানিস্তানের স্পিন বিভাগের অন্যতম পরিচিত মুখ মুজির উর রহমন। মাঝে কয়েক বছর পারফরম্যান্স ভাল ছিল না। তবে আসন্ন নিলামে তাঁকে নিতে পারে কোনও দল।
6/9

কিউয়ি দলের অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশাম। বিশ্বকাপে সব ম্যাচে সুযোগ না পেলেও নিজের জাত চিনিয়েছেন যতটুকু সুযোগ পেয়েছেন, তাতেই।
7/9

ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার শেফরন রাদারফোর্ড রয়েছেন তালিকায়।
8/9

প্রোটিয়া শিবিরের সাদা বলের ফর্ম্য়াটে গুরুত্বপূর্ণ সদস্য। বিশেষ করে তাবরেজ শামসিকে টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলার হিসেবেই মানা হয়।
9/9

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা রয়েছেন তালিকায়। একজন ভাল অলরাউন্ডার। নিলামে তাঁকে দলে নিতেও ঝাঁপাতে পারে যে কোনও ফ্র্যাঞ্চাইজি।
Published at : 16 Dec 2023 05:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
