এক্সপ্লোর
Kapil Dev Record: ১৭/৫ থেকে কপিলের ব্যাটে অবিশ্বাস্য জয়, ইতিহাসের ৩৮ বছর

কপিল দেব
1/11

১৯৮৩ বিশ্বকাপ। ভারতের ঐতিহাসিক জয় হয়তো সম্ভবই হতো না, যদি না কোয়ার্টার ফাইনালের খাদের কিনারা থেকে দলকে টেনে তুলতেন ক্যাপ্টেন কপিল দেব।
2/11

বিশ্ব ক্রিকেটকে শাসন করা ওয়েস্ট ইন্ডিজ়কে ফাইনালে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল কপিল'স ডেভিলস।
3/11

তবে কোয়ার্টার ফাইনালে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে প্রায় হারতে বসেছিল ভারত।
4/11

টস জিতে টানব্রিজ ওয়েলসে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক কপিল।
5/11

তবে শুরুতেই বিপর্যয়। মাত্র ৯ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায় ভারতের। ফিরে যান সুনীল গাওস্কর থেকে শুরু করে কৃষ্ণমাচারি শ্রীকান্ত, মোহিন্দর অমরনাথ ও সন্দীপ পাটিল।
6/11

একটু পরে ফিরে যান যশপাল শর্মাও। ভারতের স্কোর দাঁড়ায় ১৭/৫।
7/11

সেখান থেকে ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন কপিল।
8/11

১৩৮ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন কপিল।
9/11

কপিলের ইনিংসে ছিল ১৬টি চার ও ৬টি ছক্কা। ভারত প্রথমে ব্যাট করে তোলে ২৬৬ রান।
10/11

জিম্বাবোয়ে ২৩৫ রানে অল আউট হয়ে যায়। ভারত ম্যাচ জেতে ৩১ রানে।
11/11

দিনটি ছিল ১৮ জুন, ১৯৮৩। শুক্রবার যার ৩৮ বছর সম্পূর্ণ হল। আর গোটা বিশ্ব ফের কুর্নিশ জানাল কপিলের দুরন্ত কীর্তিকে। ছবি: কপিলের সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া
Published at : 18 Jun 2021 05:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
Advertisement
ট্রেন্ডিং
