এক্সপ্লোর
Messi Record: গোল করে সুয়ারেজ়ের রেকর্ড স্পর্শ করলেন মেসি, ইকুয়েডরকে হারাল আর্জেন্তিনা
Lionel Messi: বিশ্বজয়ের পর জাতীয় দলের জার্সিতে ফের এক বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করে দিলেন লিওনেল মেসি।
Lionel Messi - AFA
1/10

বিশ্বজয়ের পর জাতীয় দলের জার্সিতে ফের এক বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করে দিলেন লিওনেল মেসি (Lionel Messi)।
2/10

শুক্রবার ভারতীয় সময় ভোরের ম্যাচে ফ্রি কিক থেকে করা মেসির ম্যাজিক গোল জেতাল আর্জেন্তিনাকে (Argentina vs Ecuador)।
3/10

কাতার বিশ্বকাপে আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করার কাণ্ডারি ছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। কিন্তু পরের বিশ্বকাপে আর্জেন্তিনাকে মূল পর্বে পৌঁছে দেওয়ার লড়াই শুরু করে দিলেন লিওনেল মেসি।
4/10

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে আরও একবার আর্জেন্তিনার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন মেসি। তাঁর চোখধাঁধানো ফ্রি-কিক থেকেই ১-০ গোলে ম্যাচ জিতল আর্জেন্তিনা।
5/10

বুয়েনস আইরেসে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা ও ইকুয়েডর। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। প্রথমার্ধে গোল না আসলেও খেলার রাশ ছিল আর্জেন্তিনার হাতে। লউতারো মার্তিনেজ়ের একটি শট পোস্টে লেগে ফেরে।
6/10

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে লা আলবিসেলেস্তে শিবির। ম্যাচের ৭৭ মিনিটে বক্সের বাইরে লউতারো মার্তিনেজ়কে ফাউল করায় ফ্রি-কিক পায় আর্জেন্তিনা।
7/10

সেখান থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বিশ্বমানের গোল করেন মেসি। মেসির ফ্রি-কিকের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
8/10

ম্যাচের বাকি সময় আর কোনও গোল হয়নি।
9/10

এদিন গোল করে লুইস সুয়ারেজ়ের একটি রেকর্ড স্পর্শ করলেন মেসি।
10/10

বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাই পর্বে সর্বোচ্চ ২৯টি করে গোল হয়ে গিয়েছে দুই তারকারই। ছবি - AFA
Published at : 08 Sep 2023 06:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















