এক্সপ্লোর
Mary Kom Birthday: স্কুল ছেড়ে দিয়েছিলেন, কলেজ পেরিয়ে শুরু পেশাদার বক্সিং, বদলে গেল মেরি কমের জীবন
Mary Kom: তিনি দেশের সোনার মেয়ে। ছ'বারের বিশ্বচ্যাম্পিয়ন। মেরি কম (Mary Kom)। শুক্রবার, ২৪ নভেম্বর তাঁর জন্মদিন। ৪১ বছর পূর্ণ করলেন মণিপুরের (Manipur) বক্সার।
Mary Kom
1/10

তিনি দেশের সোনার মেয়ে। ছ'বারের বিশ্বচ্যাম্পিয়ন। মেরি কম (Mary Kom)। শুক্রবার, ২৪ নভেম্বর তাঁর জন্মদিন। ৪১ বছর পূর্ণ করলেন মণিপুরের (Manipur) বক্সার। আর বিশেষ এই দিনে জেনে নেওয়া যাক মেরি কমের জীবনের অজানা কিছু গল্প।
2/10

পড়াশোনায় কখনওই আগ্রহী ছিলেন না মেরি। বক্সিংই ছিল ধ্যানজ্ঞান। এবং সেটা বেশ ছোট বয়স থেকেই। তখন সেন্ট জ়েভিয়ার্স স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তেন মেরি। আচমকা পড়াশোনা ছাড়ার সিদ্ধান্ত নেন। স্কুল ছেড়ে দেন মেরি।
Published at : 24 Nov 2023 11:26 AM (IST)
আরও দেখুন






















