এক্সপ্লোর
Sunil Taneja: 'সরপঞ্চ' তাঁরই দেওয়া নাম, অলিম্পিক্সে ১৪০ কোটি মানুষের আওয়াজ হয়ে ওঠা এই ব্যক্তিকে চেনেন?
Paris Olympics 2024 Hindi commentator:কিন্তু শুধু অলিম্পিক্সের মঞ্চে নয়, আইপিএলের মঞ্চেও সুনীল ধারাভাষ্য করেছেন তিনি। সেই অভিজ্ঞতাই জানিয়েছেন সুনীল।
ভারতীয় হকি দলের অধিনায়ককে সরপঞ্চ বলে ডেকে থাকেন সুনীল (ছবি ইনস্টাগ্রাম)
1/9

চেনেন এই মানুষটিকে? এই মানুষটির নাম সুনীল তানেজা। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহকে গোটা টুর্নামেন্টে 'সরপঞ্চ সাহাব' বলে আখ্যা দিয়েছিলেন।
2/9

প্যারিস অলিম্পিক্সে ভারতের হকি ম্য়াচে কমেন্ট্রিতে সুনীল যেন হয়ে উঠেছিলেন ১৪০ কোটি ভারতবাসীর আওয়াজ। উদাত্ত কণ্ঠে তিনি ভারতীয় দলের হয়ে গলা ফাটিয়েছেন গোটা অলিম্পিক্সে।
3/9

কিন্তু শুধু অলিম্পিক্সের মঞ্চে নয়, আইপিএলের মঞ্চেও সুনীল ধারাভাষ্য করেছেন তিনি। সেই অভিজ্ঞতাই জানিয়েছেন সুনীল।
4/9

সুনীল বলছেন, ''আইপিএলে পাঞ্জাবি ভাষায় যখন ধারাভাষ্য করে থাকি, তখন আমি সরপঞ্চ শব্দটা ব্যবহার করেছি। কিন্তু হরমনপ্রীতকে অলিম্পিক্সের মঞ্চে সরপঞ্চ বলে ডাকার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।''
5/9

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হকি ম্য়াচের অধিনায়ক হরমনপ্রীত সিংহকে ফোনে শুভেচ্ছা দেওয়ার সময় সরপঞ্চ সাহাব বলে সম্বোধন করেছিলেন। যা কানে গিয়েছেন সুনীল তানেজারও। তিনি বেশ সম্মানিত বোধ করেছেন।
6/9

সুনীল বলছেন, ''এটা আমার জন্য ভীষণ গর্বের। প্রধানমন্ত্রীও হরমনপ্রীতকে ফোনে সরপঞ্চ বলেই সম্বোধন করেছেন। যা থেকে বোঝা যায় যে প্রধানমন্ত্রীও হিন্দি কমেন্ট্রি শুনে থাকেন।''
7/9

এই প্রথমবার নয়। টোকিও অলিম্পিক্সেও যখন গ্রেট ব্রিটেনকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল, তখনও সুনীলের ভয়েস বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।
8/9

সুনীল বলছেন, ''আমি সবসময় দেশের ক্রীড়াজগতের এমন স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকতে পেরে গর্বিত অনুভব করি। আমি নিশ্চিত অন্য যে কোনও কমেন্ট্রেটর আমার জায়গায় থাকলেও একইরকম অনুভব করবেন।''
9/9

গ্রেট ব্রিটেনকে প্যারিস অলিম্পিক্সে হারিয়ে ভারতীয় হকি দল যখন সেমিতে পৌঁছেছিল তখন সুনীল চিৎকার করে বলেছিলেন, ''ভারত সেমিফাইনাল যা রাহা হ্যা, ভারত সেমিফাইনা যা রাহা হ্যা....'' সেই মুহূর্তে কেঁদে ফেলেছিলেন সুনীল।
Published at : 10 Aug 2024 05:39 PM (IST)
View More
Advertisement
Advertisement























