এক্সপ্লোর
MI vs PBKS: অর্শদীপের আগুনে কুপোকাত মুম্বই, ব্যর্থ হল সূর্যকুমার-গ্রিনের লড়াই
Arshdeep Singh: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৯ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকার শীর্ষে পৌঁছে গেলেন অর্শদীপ সিংহ।
সূর্যকুমার ও গ্রিন অর্ধশতরান হাঁকিয়েও মুম্বইকে জেতাতে পারলেন না (ছবি: আইপিএল)
1/11

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত। পাঞ্জাবের হয়ে এদিনও মাঠে নামতে পারেননি শিখর।
2/11

বল হাতে মুম্বই কিন্তু শুরুটা ভালই করেছিল। মাত্র ১১ রানে গ্রিন ম্যাথিউ শর্টকে আউট করেন।
3/11

প্রভসিমরন সিংহ ও অর্থব তাইডে দ্বিতীয় উইকেটে ৪৭ রান যোগ করেন বটে। তবে অর্জুন প্রভসিমরনকে ২৬ রানে ফেরত পাঠান।
4/11

এবার পর পর দুই উইকেট তুলে নেন পীযূষ চাওলা। ৮৩ রানে চার উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব।
5/11

এরপরই পাঞ্জাবকে ম্যাচে ফেরানোর দায়ভার নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক স্যাম কারান ও হরপ্রীত সিংহ। পঞ্চম উইকেটে দুইজনে প্রথমটা খানিকটা সামলে নিয়ে তারপর আক্রমণ শুরু করেন।
6/11

দুইজনে মিলে ৪৮ বলে ৯২ রান যোগ করেন। হরপ্রীত ৪১ রানে আউট হলেও, কারান ৫৫ রান করেন।
7/11

শেষে জীতেশ শর্মার ২৫ রানের সুবাদে পাঞ্জাব ২০ ওভারে আট উইকেটে ২১৪ রান তোলে।
8/11

ইশান কিষাণ মাত্র এক রানে ফিরলেও, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গ্রিন ও রোহিত শর্মা ৭৬ রান যোগ করেন।
9/11

রোহিত ৪৪ রানে আউট হলেও, গ্রিন অনবদ্য অর্ধশতরান হাঁকান।
10/11

৪৩ বলে ৬৭ রান করেন গ্রিন, ২৬ বলে ৫৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার।
11/11

তবে এত লড়াই সত্ত্বেও শেষ ওভারে অনবদ্য বোলিং করে ১৩ রানে পাঞ্জাবকে জেতান অর্শদীপ। তিনি চার উইকেট নেন।
Published at : 23 Apr 2023 12:25 AM (IST)
View More
Advertisement
Advertisement
























