এক্সপ্লোর
MS Dhoni: ধোনির সাফল্যের নেপথ্যে ছিলেন, বরাবর আড়ালেই থেকেছেন, কিংবদন্তির অবসরের দিন অজানা গল্প
Dhoni Retirement: মহেন্দ্র সিংহ ধোনির ছেলেবেলার বন্ধু তিনি। ধোনির উত্থান ও সাফল্যের নেপথ্যে রয়েছে অবদান। তবে বরাবর পর্দার আড়ালেই থেকেছেন পরমজিৎ সিংহ। যাঁকে ধোনি নিজের ঘনিষ্ট বৃত্তে রেখেছেন বরাবরই।

পরমজিৎ (বাঁদিকে) ও সীমন্তের সঙ্গে ধোনি। - পরমজিতের ফেসবুক
1/10

মহেন্দ্র সিংহ ধোনির ছেলেবেলার বন্ধু তিনি। ধোনির উত্থান ও সাফল্যের নেপথ্যে রয়েছে অবদান।
2/10

তবে বরাবর পর্দার আড়ালেই থেকেছেন পরমজিৎ সিংহ। যাঁকে ধোনি নিজের ঘনিষ্ট বৃত্তে রেখেছেন বরাবরই।
3/10

ধোনি তখন স্কুল পর্যায়ের ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন। তাঁর বড় বড় ছক্কা মারার দক্ষতা নিয়ে হইচই পড়ে গিয়েছিল।
4/10

রাঁচিতে প্রাইম স্পোর্টস বলে একটি ক্রীড়া সরঞ্জাম বিক্রির দোকান চালান পরমজিৎ। ধোনির প্রতিভা নিয়ে তিনি বারবরই মুগ্ধ ছিলেন।
5/10

ধোনির জন্য প্রথম স্পনসর নিয়ে আসেন পরমজিৎ। বারবার কথা বলে ধোনিকে ক্রিকেট কিট দেওয়ার জন্য রাজি করান একটি সংস্থাকে।
6/10

দলীপ ট্রফির দলে সুযোগ পাওয়ার পরেও সঠিক সময়ে খবর পাননি ধোনি। যখন তিনি জানতে পারেন, পরের দিন সকালেই কলকাতায় পৌঁছতে হতো। হাল ছেড়ে দিয়েছিলেন ধোনি।
7/10

তখনও পাশে দাঁড়ান পরমজিৎ। সারারাত গাড়ি চালিয়ে রাঁচি থেকে কলকাতায় পৌঁছে দেন ধোনিকে।
8/10

ধোনি বিমান ধরতে না পারলেও, পরমজিৎ-এর অবদান কখনও ভোলেননি।
9/10

পরবর্তীকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের স্কোরার হিসাবেও কাজ করেছেন পরমজিৎ। বন্ধুবৎসল ধোনি প্রাইম স্পোর্টসের স্টিকার ব্যাটে লাগিয়ে খেলেছেন।
10/10

১৫ অগাস্ট সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। সেই দিনই ফিরে দেখা ধোনির জীবনের গল্প। ছবি - পরমজিতের ফেসবুক।
Published at : 15 Aug 2024 07:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
