এক্সপ্লোর
Neeraj Chopra: জুনিয়র বিশ্বরেকর্ড, জোড়া অলিম্পিক্স পদক, ৯০ মিটারের মাইলস্টোন ছুঁয়েও লক্ষ্যে অবিচল নীরজ
Neeraj Chopra Update: প্যারিস অলিম্পিক্সে ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। আর্শাদ নাদিম সোনা জেতেন ও নীরজ রুপো জেতেন।
নীরজ চোপড়া
1/10

লক্ষ্য় পূরণ করলেন নীরজ চোপড়া। নিজের মাইলস্টোন রেখেছিলেন দ্রুত ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়ার স্বপ্নপূরণ করবেন। দোহা ডায়মন্ড লিগে সেই স্বপ্ন পূরণ করলেন নীরজ।
2/10

দােহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ চােপড়া। যদিও দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি।
Published at : 17 May 2025 12:03 PM (IST)
আরও দেখুন






















