এক্সপ্লোর
Neeraj Chopra: জুনিয়র বিশ্বরেকর্ড, জোড়া অলিম্পিক্স পদক, ৯০ মিটারের মাইলস্টোন ছুঁয়েও লক্ষ্যে অবিচল নীরজ
Neeraj Chopra Update: প্যারিস অলিম্পিক্সে ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। আর্শাদ নাদিম সোনা জেতেন ও নীরজ রুপো জেতেন।
নীরজ চোপড়া
1/10

লক্ষ্য় পূরণ করলেন নীরজ চোপড়া। নিজের মাইলস্টোন রেখেছিলেন দ্রুত ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়ার স্বপ্নপূরণ করবেন। দোহা ডায়মন্ড লিগে সেই স্বপ্ন পূরণ করলেন নীরজ।
2/10

দােহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ চােপড়া। যদিও দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি।
3/10

২০১৬ সালে অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড গড়েছিলেন নীরজ। সেবার ৮৬.৪৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ।
4/10

প্যারিস অলিম্পিক্সের আগে এক সাক্ষাৎকারে নীরজ জানিয়েছিলেন যে একমাত্র ২০১৬ সালের অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন্শিপের সেই থ্রোই তাঁর মনের মত হয়েছিল। বাকিগুলোতে তিনি সন্তুষ্ট ছিলেন না।
5/10

টোকিও অলিম্পিক্সে সোনা জেতেন নীরজ চোপড়া। সেবার ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন ভারতীয় তারকা।
6/10

বুদাপেস্টে ২০২৩ সালে বিশ্ব অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন নীরজ চোপড়া। সেই টুর্নামেন্টে টোকিও অলিম্পিক্সের থেকে ভাল ফল করেছিলেন পানিপথের তরুণ।
7/10

৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ। সেবারও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। যদিও ৯০ মিটাকরের দূরত্ব অতিক্রম করতে পারেননি।
8/10

সুইডেনের স্টকহোমে ৮৯.৯৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। মাত্র ৬ সেন্টিমিটারের জন্য সেদিনও লক্ষ্যপূরণ হয়নি।
9/10

প্যারিস অলিম্পিক্সে ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। আর্শাদ নাদিম সোনা জেতেন ও নীরজ রুপো জেতেন।
10/10

গতকাল দোহা ডায়মন্ড লিগে শেষ পর্যন্ত কেরিয়ারে প্রথমবার নব্বই মিটারের মাইলফলক পার করলেন নীরজ। তবে তিনি সাক্ষাৎকারে বলেছেন, ''আমি আরও দূরে জ্যাভলিন ছুড়তে পারব এবার, এই বিশ্বাস জন্মেছে নিজের মধ্যে।''
Published at : 17 May 2025 12:03 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর






















