এক্সপ্লোর
Neymar Jr: জোড়া গোলে ইতিহাস নেমারের, পেলের রেকর্ড ভেঙে হলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা
Brazil Football Team: বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্রাজিল ৫-১-র বিরাট স্কোরলাইনে জয় পায়।

পেলের রেকর্ড ভেঙে নেমারের ইতিহাস (ছবি: ফিফা এক্স)
1/8

বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ৫-১ স্কোরলাইনে বিরাট জয় ব্রাজিলের।
2/8

সেলেসাওয়ের হয়ে ম্যাচে জোড়া গোল করেন নেমার ও রদ্রিগো।
3/8

প্রথমার্ধের ২৪ মিনিটেই রদ্রিগো গোল করে ব্রাজিলরকে ম্যাচে এগিয়ে দেন। রিয়াল মাদ্রিদ তারকার গোলের সুবাদেই প্রথমার্ধ ১-০ লিডে শেষ করে ব্রাজিল।
4/8

ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্টনির বদলে দলে সুযোগ পাওয়া রাফিনহা।
5/8

এরপর নেমার শো। ম্যাচের ৬১ মিনিটে গোল করেই পেলেকে পিছনে ফেলেন নেমার। এটি ব্রাজিলের জার্সিতে তাঁর কেরিয়ারের ৭৮তম গোল ছিল।
6/8

ম্যাচ শেষ হওয়ার আগে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে আরও একবার বল বলিভিয়ার জালে জড়ান নেমার।
7/8

৩১ বছর বয়সি নেমার পেলের থেকে ৩৩টি ম্যাচ বেশি খেলে তাঁর রেকর্ড ভাঙলেন।
8/8

প্রসঙ্গত, প্রথমার্ধে পেনাল্টি মিস না করলে, ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী বলিভিয়ার বিরুদ্ধে এই ম্যাচ কিন্তু হ্যাটট্রিক করেই ফেলতে পারতেন।
Published at : 09 Sep 2023 11:50 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বাজেট
বাজেট
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
