এক্সপ্লোর
Advertisement

French Open 2021: ৪ ঘণ্টা ১০ মিনিট লড়ে জয়ী জোকার, নাদাল বলছেন মাথায় আকাশ ভেঙে পড়বে না

Novak Djokovic and Rafael Nadal
1/10

ফরাসি ওপেনের সেমিফাইনালে প্রথম সেট হেরে যাওয়ার পরেও ৩-৬, ৬-৩, ৭-৬ (৪), ৬-২ সেটে রাফায়েল নাদালকে হারালেন নোভাক জকোভিচ।
2/10

ম্য়ারাথন ম্যাচ গড়াল ৪ ঘণ্টা ১০ মিনিট। প্রবল লড়াই করেও শেষ পর্যন্ত পরাস্ত নাদাল।
3/10

১৩ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদালকে ক্লে কোর্টের সম্রাট বলা হয়। যদিও এবার খেতাব অধরা থেকে গেল তাঁর।
4/10

জকোভিচই একমাত্র প্লেয়ার যিনি ফরাসি ওপেনে নাদালকে দুবার হারালেন।
5/10

বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচের সামনে ফাইনালের প্রতিপক্ষ স্তেফানোস তিতিপাস।
6/10

সার্বিয়ার তারকার সাফল্য়ের ঝুলিতে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে।
7/10

১৯ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে কিংবদন্তি রজার ফেডেরার ও নাদালের কীর্তির আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। ফেডেরার ও রাফা, দুজনই ২০টি করে গ্র্য়ান্ড স্ল্য়াম জিতেছেন।
8/10

ম্যাচ হেরে নাদাল বলেছেন, 'আমাদের খেলায় জয় পরাজয় দুই মেনে নিতে হয়। জানি আমি ১৫, ১৮ বা ২০ বার ফরাসি ওপেন জিতব না।'
9/10

ফরাসি ওপেনে ১৩ বারের চ্যাম্পিয়ন নাদাল আরও বলেছেন, 'এই হারে আমার মাথায় মোটেও আকাশ ভেঙে পড়ছে না।'
10/10

ফাইনালেও ফেভারিট হিসাবেই নামবেন জকোভিচ। ছবি ফরাসি ওপেনের ট্যুইটার হ্যান্ডল থেকে নেওয়া।
Published at : 12 Jun 2021 02:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
