এক্সপ্লোর
ICC World Cup : সেঞ্চুরি ফসকালেও চারে রোহিত, ছয়ে বিরাট, বিশ্বকাপে রানের নিরিখে কে কোথায় ?
ODI World Cup 2023 : একজন অল্পের জন্য ফসকেছেন শতরান। অন্যজন বিশ্বকাপের মঞ্চে প্রথমবার আউট হয়েছেন শূন্য রানে। তবে বিশ্বযুদ্ধের মঞ্চে প্রথম দশে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি দু'জনই।তালিকায় কে কোথায়?

World Cup 2023
1/10

৬ ম্যাচে ৩ শতরান সহ ৪৩১ রান। চলতি বিশ্বকাপে রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
2/10

ভারত-ইংল্যান্ড (ম্যাচ ২৯) পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী আপাতত দ্বিতীয় স্থানে ডেভিড ওয়ার্নার। অজি ব্যাটারের ৬ ম্যাচে ৪১৩ রান। শতরান ২ টি।
3/10

নিউজিল্যান্ডের বিশ্বকাপে দুরন্ত যাত্রার অন্যতম কারণ রচিন রবীন্দ্র। জোড়া শতরান হাঁকিয়ে ইতিমধ্যে ৬ ম্যাচে ৪০৬ রান করে ফেলেছেন তিনি।
4/10

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ৮৭ রানের ইনিংস খেলেছেন রোহিত। আপাতত ৬ ম্যাচে ৩৯৮ রান ঝুলিতে নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে হিটম্যান।
5/10

তালিকায় পাঁচে আইডেন মারক্রাম। দক্ষিণ আফ্রিকার ব্যাটারের ৬ ম্যাচে ৩৫৬ রান। ১ টি শতরান ও অর্ধশতরান ৩ টি।
6/10

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ড ম্যাচে ব্যাট-ব্যর্থতা বাদ দিলেও ৬ ম্যাচে ৩৫৪ রান করে তালিকায় ছয়ে বিরাট।
7/10

সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে সাত নম্বরে রয়েছেন মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের ব্যাটারের ঝুলিতে ৬ ম্যাচের শেষে ৩৩৩ রান।
8/10

১ টি শতরান ও ২ টি অর্ধশতরানের সুবাদে ৫ ম্যাচের শেষে ডারেল মিচেলের ঝুলিতে ৩২২ রান। কিউয়ি ব্যাটার আপাতত ৮ নম্বরে।
9/10

তালিকায় রয়েছেন আরও একটা প্রোটিয়া ব্যাটার। ৬ ম্যাচের শেষে হেনরিখ ক্লাসেনের ঝুলিতে ৩০০ রান। ১ টি শতরান ও ১ টি অর্ধশতরান রয়েছে তাঁর।
10/10

তালিকায় এই মুহূ্র্তে ১০ নম্বরে রয়েছেন সাদিরা সমরাবিক্রম। শ্রীলঙ্কার ব্যাটারের ঝুলিতে ৬ ম্যাচের শেষে ২৯৫ রান।
Published at : 30 Oct 2023 12:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
