এক্সপ্লোর
Hardik Pandya: লিগামেন্টে চোট, বিশ্বকাপে কবে মাঠে ফিরবেন হার্দিক?
ODI World Cup 2023: বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রোহিত শর্মারা। তবে টুর্নামেন্টের মাঝপথে ভারতীয় শিবিরে উদ্বেগ দলের সেরা অলরাউন্ডারকে নিয়ে।
![ODI World Cup 2023: বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রোহিত শর্মারা। তবে টুর্নামেন্টের মাঝপথে ভারতীয় শিবিরে উদ্বেগ দলের সেরা অলরাউন্ডারকে নিয়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/26/b3db819fccd7727f46ad0800dd259fa1169829785216050_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Hardik Pandya
1/10
![বিশ্বকাপে (ODI World Cup) পয়েন্ট টেবিলের শীর্ষে টিম ইন্ডিয়া (Team India)। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রোহিত শর্মারা (Rohit Sharma)। তবে টুর্নামেন্টের মাঝপথে ভারতীয় শিবিরে উদ্বেগ দলের সেরা অলরাউন্ডারকে নিয়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/26/ef60edacbdaa4570739da897d26d20f6e873e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশ্বকাপে (ODI World Cup) পয়েন্ট টেবিলের শীর্ষে টিম ইন্ডিয়া (Team India)। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রোহিত শর্মারা (Rohit Sharma)। তবে টুর্নামেন্টের মাঝপথে ভারতীয় শিবিরে উদ্বেগ দলের সেরা অলরাউন্ডারকে নিয়ে।
2/10
![চোটের জন্য বাংলাদেশ ম্যাচের মাঝপথে মাঠ ছাড়তে হয়েছিল হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। তারপর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/26/7bde1698bb71eada0f95fd3718a0ea3d79c4c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চোটের জন্য বাংলাদেশ ম্যাচের মাঝপথে মাঠ ছাড়তে হয়েছিল হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। তারপর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারেননি তিনি।
3/10
![রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও নেই হার্দিক। তিনি কবে মাঠে ফিরবেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/26/01948434cf17f539dcece05f7ce0bd72a98a1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও নেই হার্দিক। তিনি কবে মাঠে ফিরবেন?
4/10
![হার্দিকের ভাগ্যপরীক্ষা বৃহস্পতিবার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আজই হার্দিকের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/26/383418c4aef07b8863012f9951899772c59dc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হার্দিকের ভাগ্যপরীক্ষা বৃহস্পতিবার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আজই হার্দিকের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা।
5/10
![জানা গিয়েছে, হার্দিকের লিগামেন্টে চোট লেগেছে। বৃহস্পতিবারের ফিটনেস টেস্টের পর বোঝা যাবে, কবে মাঠে ফিরতে পারবেন বঢোদরার অলরাউন্ডার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/26/abf268a14f1a9da8a6dc867e32001a8a42dd6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জানা গিয়েছে, হার্দিকের লিগামেন্টে চোট লেগেছে। বৃহস্পতিবারের ফিটনেস টেস্টের পর বোঝা যাবে, কবে মাঠে ফিরতে পারবেন বঢোদরার অলরাউন্ডার।
6/10
![প্রথমে বলা হয়েছিল, লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু তাঁর চোট সারেনি। আরও দু’টি ম্যাচে খেলতে পারবেন না বলে জানা গিয়েছে। ইডেনে আগামী ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দলে ফিরতে পারেন হার্দিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/26/0173dd8dbb34a89aad1e1a12cfa52cd19eaff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথমে বলা হয়েছিল, লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু তাঁর চোট সারেনি। আরও দু’টি ম্যাচে খেলতে পারবেন না বলে জানা গিয়েছে। ইডেনে আগামী ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দলে ফিরতে পারেন হার্দিক।
7/10
![বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ফলো থ্রু-তে বল ধরতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ড্য। তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/26/9902bbc53dafb17d4afe8d0130221983ff995.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ফলো থ্রু-তে বল ধরতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ড্য। তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হয়।
8/10
![মনে করা হয়েছিল আগামী রবিবারের ম্যাচে দলে ফিরবেন তিনি। গত রবিবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। ভারতের পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। লখনউয়ে হবে সেই ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার মুম্বইয়ে খেলবে ভারত। সেই ম্যাচেও খেলতে পারবেন না হার্দিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/26/88e232f990c9bac59de0e288ef6f9c5cd2abc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মনে করা হয়েছিল আগামী রবিবারের ম্যাচে দলে ফিরবেন তিনি। গত রবিবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। ভারতের পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। লখনউয়ে হবে সেই ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার মুম্বইয়ে খেলবে ভারত। সেই ম্যাচেও খেলতে পারবেন না হার্দিক।
9/10
![ইডেনে ভারতের ম্যাচ ৫ নভেম্বর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে দলে ফিরতে পারেন হার্দিক। জাতীয় অ্যাকাডেমিতে এখনও বল করতে শুরু করেননি তিনি। বেঙ্গালুরুতেই আছেন হার্দিক। সুস্থ হওয়ার পর দলের সঙ্গে যোগ দেবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/26/31c32a0526e997ac31b71d8938cdf9993b4f3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইডেনে ভারতের ম্যাচ ৫ নভেম্বর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে দলে ফিরতে পারেন হার্দিক। জাতীয় অ্যাকাডেমিতে এখনও বল করতে শুরু করেননি তিনি। বেঙ্গালুরুতেই আছেন হার্দিক। সুস্থ হওয়ার পর দলের সঙ্গে যোগ দেবেন।
10/10
![বাংলাদেশ ম্যাচের পর ভারত অধিনায়ক রোহিত বলেছিলেন, হার্দিকের চোট গুরুতর নয়। তারপরই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয় বঢোদরার অলরাউন্ডারকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/26/f3923e7b94f7394ff8228df6a19095bf58af9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাংলাদেশ ম্যাচের পর ভারত অধিনায়ক রোহিত বলেছিলেন, হার্দিকের চোট গুরুতর নয়। তারপরই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয় বঢোদরার অলরাউন্ডারকে।
Published at : 26 Oct 2023 10:59 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)