এক্সপ্লোর
World Cup Record: হারেও সান্ত্বনা, জোড়া কীর্তি কোহলি-শামির, রেকর্ডের বিশ্বকাপ
ODI World Cup Record: বিশ্বকাপে রেকর্ডের ছড়াছড়ি। কী কী নজির তৈরি হল?
ব্যক্তিগত মুন্সিয়ানায় নজর কেড়েছেন কোহলি। - পিটিআই
1/10

বিশ্বকাপে মোক্ষলাভ হয়নি বিরাট কোহলির। ফাইনালে উঠে হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। তবে ব্যক্তিগত মুন্সিয়ানায় নজর কেড়েছেন কোহলি। ১১ ম্যাচে ৭৬৫ রান করে কোহলিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী। ম্যান অফ দ্য টুর্নামেন্টও হয়েছেন কিং কোহলি।
2/10

ব্যাটিংয়ে আর এক কীর্তিও গড়েছেন কোহলি। বিশ্বকাপে তাঁর ব্যাটিং গড় ৯৫.৬২। যা টুর্নামেন্টের সর্বোচ্চ। দুইয়ে রয়েছেন নিউজ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর ব্যাটিং গড় ৮৫.৩৩। ৭৫.৩৩ গড়ে রান করে সবচেয়ে বেশি গড় থাকা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে কে এল রাহুল।
Published at : 20 Nov 2023 11:51 PM (IST)
আরও দেখুন






















