এক্সপ্লোর
Sri Lankan Cricket History: ১৩ বছর আগে আজকের দিনে পাকিস্তানে জঙ্গি হামলার মুখে পড়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল
২০০৯-এর ৩ মার্চ পাকিস্তানে জঙ্গি হামলার মুখে পড়ে শ্রীলঙ্কা ক্রিকেট দল
1/10

১৩ বছর আগে আজকের দিনেই ভয়াবহ জঙ্গি হামলার কবলে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। টিম বাস ঘিরে ঘরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আহত হন কয়েকজন ক্রিকেটার। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব।
2/10

এই ঘটনা হয়তো ঘটতই না যদি এর কয়েক মাস আগে মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলা না ঘটত। শ্রীলঙ্কার ভারত সফরে আসার কথা ছিল। কিন্তু মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার জেরে সেই সিরিজ বাতিল করে দেয় বিসিসিআই। সেই কারণেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তান সফরে পাঠায় দলকে। সেখানেই জঙ্গি হামলার শিকার হতে হয় শ্রীলঙ্কার ক্রিকেটারদের।
3/10

লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে যাচ্ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তাঁদের বাস লাহৌরের লিবার্টি স্ট্যাচু পেরনোর পরেই ১২ জন সশস্ত্র ব্যক্তি টিম বাস ঘিরে ধরে গুলি চালাতে শুরু করে। শ্রীলঙ্কার টিমবাসের পিছনেই ছিল আম্পায়ার, ম্যাচ রেফারিদের নিয়ে যাওয়া একটি মিনি ভ্যান। সেটি লক্ষ্য করেও গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
4/10

এই জঙ্গি হামলায় পাকিস্তানের ৬ জন নিরাপত্তারক্ষী ও দু’জন সাধারণ মানুষের মৃত্যু হয়।
5/10

শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে আহত হন থিলন সমরবীরা, চামিন্ডা ভাস, মাহেলা জয়বর্ধনে, কুমার সঙ্গাকারা, থরঙ্গা পরনভিতানা, অজন্তা মেন্ডিস ও সারুঙ্গা লাকমল। আঘাত গুরুতর হওয়ায় সমরবীরা ও পরনভিতানাকে হাসপাতালে ভর্তি করতে হয়।
6/10

ক্রিকেটারদের পাশাপাশি আহত হন শ্রীলঙ্কা দলের সহকারী কোচ পল ফারব্রেস ও রিজার্ভ আম্পায়ার আহসান রাজা।
7/10

এই জঙ্গি হামলার পর কোনওমতে শ্রীলঙ্কা দলকে নিয়ে যাওয়া হয় গদ্দাফি স্টেডিয়ামে। সেখান থেকে ক্রিকেটারদের নিরাপদে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয় পাকিস্তানের বায়ুসেনার হেলিকপ্টার। এরপর কলম্বো ফিরে যান শ্রীলঙ্কার ক্রিকেটাররা।
8/10

এই ঘটনায় পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে যায়। বিদেশি ক্রিকেট দলকে নিরাপত্তা দিতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়ে পাকিস্তান সরকার। বন্ধ হয়ে যায় বিভিন্ন দলের পাক সফর।
9/10

১০ বছর পাকিস্তান সফর বন্ধ রাখার পর ২০১৯-এ ফের যায় শ্রীলঙ্কা দল। সেই সফরে পাকিস্তান ও শ্রীলঙ্কা তিনটি করে একদিনের ম্যাচ ও টি-২০ ম্যাচ খেলে।
10/10

২০১৯-এ শ্রীলঙ্কার পাক সফরের পর পাকিস্তানে ফের বিদেশি দলগুলি খেলতে যাচ্ছে। তবে অল্প কয়েকটি দেশই পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে গিয়েছে। বাকি দলগুলি এখনও পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্দিহান।
Published at : 03 Mar 2022 05:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























