এক্সপ্লোর
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে নীরজ, সিন্ধু সহ পদকের দাবিদার ভারতের এই ১০ অ্যাথলিট
Paris Olympics: অন্তিম পাঙ্ঘাল প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন এই কুস্তিগীর কিশোরী।
নীরজ চোপড়া (ছবি এবিপি)
1/10

২০২২ এশিয়ান গেমসে ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমার চারটি পদক জিতেছেন। পুরুষদের ৫০ মিটার রাইফেল ইভেন্টে ২৩ বছরের এই শ্যুটার অলিম্পিক্সে ভারতের পদকের সম্ভাবনা উজ্জ্বল করছেন।
2/10

অন্তিম পাঙ্ঘাল প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন এই কুস্তিগীর কিশোরী।
3/10

বক্সিংয়ে ২ বারের বিশ্বচ্য়াম্পিয়ন নিখাত জারিন এখনও পর্যন্ত অলিম্পিক্সে কোনও পদক জেতেননি। তবে প্যারিস অলিম্পিক্সে পদক আসতে পারে।
4/10

শ্যুটিংয়ে অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক আসতে পারে মানু ভাকেরের হাত ধরে।
5/10

টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতের পুরুষ হকি দল। প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের দাবিদার ভারতের হকি দল।
6/10

টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের মহিলা বক্সার লভলিনা বড়গোঁহাই। প্যারিস অলিম্পিক্সেও পদক জয়ের সম্ভাবনা রয়েছে লভলিনার। বিশ্ব ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন লভলিনা।
7/10

রিও ও টোকিও পরপর দুবারের অলিম্পিক্সে পদক জিতেছেন পি ভি সিন্ধু। এবার প্যারিসও পদক এলে হ্যাটট্রিক হবে। ভারতের ব্যাডমিন্টন সুপারস্টার পি ভি সিন্ধুকে নিয়েই আশায় বুক বাঁধছেন ক্রীড়াপ্রেমীরা।
8/10

টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু। প্যারিস অলিম্পিক্সেও পদক জয়ের দাবিদার মীরাবাঈ।
9/10

প্যারিস অলিম্পিক্সে সবার নজর অবশ্যই থাকবে নীরজ চোপড়ার দিকে। টোকিও অলিম্পিক্সে ২৬ বছরের পানিপথের তরুণ জ্যাভলিনে সোনা জিতেছিলেন।
10/10

থমাস কাপ জিতেছিল চিরাগ-সাত্ত্বিক জুটি। ব্যাডমিন্টনে প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের অন্য়তম দাবিদার ভারতের এই তরুণ ব্যাডমিন্টন জুটি।
Published at : 11 Jul 2024 10:18 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















