এক্সপ্লোর
Paris Olympics 2024: স্বপ্নভঙ্গ শ্যুটিংয়ে, ড্র হকিতে, এগােলেন লক্ষ্য, অলিম্পিক্সে আজ কেমন ছিল ভারতের পারফরম্য়ান্স?
Paris Olympics: টেনিসে পুরুষদের সিঙ্গলসেও হতাশাই সঙ্গী হল। হেরে গেলেন সুমিত নাগাল। তিন সেটের লড়াইয়ে হেরে গেলেন সুমিত। কোরেন্তিন মাউতেতের বিরুদ্ধে ২-৬, ৬-৪ ও ৫-৭ সেটে হারেন তিনি।
![Paris Olympics: টেনিসে পুরুষদের সিঙ্গলসেও হতাশাই সঙ্গী হল। হেরে গেলেন সুমিত নাগাল। তিন সেটের লড়াইয়ে হেরে গেলেন সুমিত। কোরেন্তিন মাউতেতের বিরুদ্ধে ২-৬, ৬-৪ ও ৫-৭ সেটে হারেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/29/2eb2843074b6a4fc0e5d98252226b4f71722273234699206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জয় পেলেন লক্ষ্য, ড্র হরমনপ্রীতদের (ছবি পিটিআই)
1/8
![১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালের যোগ্যতা অর্জন করেও শেষরক্ষা করতে পারলেন না রমিতা জিন্দাল। সপ্তম স্থান পেলেন তিনি। ১৪৫.৩ পয়েন্ট স্কোর করলেন ২০ বছরের ভারতীয় শ্যুটার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/29/4e44bce229b6fa50447ea475c776e9a878892.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালের যোগ্যতা অর্জন করেও শেষরক্ষা করতে পারলেন না রমিতা জিন্দাল। সপ্তম স্থান পেলেন তিনি। ১৪৫.৩ পয়েন্ট স্কোর করলেন ২০ বছরের ভারতীয় শ্যুটার।
2/8
![টেনিসে পুরুষদের সিঙ্গলসেও হতাশাই সঙ্গী হল। হেরে গেলেন সুমিত নাগাল। তিন সেটের লড়াইয়ে হেরে গেলেন সুমিত। কোরেন্তিন মাউতেতের বিরুদ্ধে ২-৬, ৬-৪ ও ৫-৭ সেটে হারেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/29/2a2e46706f7ae9e2239ed2cf37085f9afc85e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টেনিসে পুরুষদের সিঙ্গলসেও হতাশাই সঙ্গী হল। হেরে গেলেন সুমিত নাগাল। তিন সেটের লড়াইয়ে হেরে গেলেন সুমিত। কোরেন্তিন মাউতেতের বিরুদ্ধে ২-৬, ৬-৪ ও ৫-৭ সেটে হারেন তিনি।
3/8
![এর আগে রবিবার পুরুষ ডাবলসের ম্যাচে স্ট্রেট সেটে হেরে গেলেন রোহন বোপন্না ও বালাজি। ফ্রান্সের এদুয়ার্দ রজার ভাসলিন ও গেল মঁফিস জুটির কাছে ৫-৭, ২-৬ ব্যবধানে হারলেন বোপন্নারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/29/e57fd9e436b9591ec742854767a5f48cdfdb2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর আগে রবিবার পুরুষ ডাবলসের ম্যাচে স্ট্রেট সেটে হেরে গেলেন রোহন বোপন্না ও বালাজি। ফ্রান্সের এদুয়ার্দ রজার ভাসলিন ও গেল মঁফিস জুটির কাছে ৫-৭, ২-৬ ব্যবধানে হারলেন বোপন্নারা।
4/8
![মিক্সড টিম ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় স্থান পেলেন। ৩০ জুলাই, মঙ্গলবার ব্রোঞ্জ ম্যাচ খেলবেন মনু ও সর্বজ্যোৎ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/29/75b7d5260447845425d4783b64f6247b63174.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মিক্সড টিম ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় স্থান পেলেন। ৩০ জুলাই, মঙ্গলবার ব্রোঞ্জ ম্যাচ খেলবেন মনু ও সর্বজ্যোৎ।
5/8
![সোমবার ১০ মিটার এয়ার রাইফেলে ফাইনালে অর্জুন বাবুতাও শুরুটা ভাল করলেও পদক আনতে পারলেন না। চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। ২০৮.৪ পয়েন্টে স্কোর করতে পারলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/29/b83b2edd4254312275c2f716bbcd4b564cf53.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোমবার ১০ মিটার এয়ার রাইফেলে ফাইনালে অর্জুন বাবুতাও শুরুটা ভাল করলেও পদক আনতে পারলেন না। চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। ২০৮.৪ পয়েন্টে স্কোর করতে পারলেন তিনি।
6/8
![ব্যাডমিন্টনে ফের জয় লক্ষ্য সেনের। বেলিজিয়ামের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলেন উত্তরাখণ্ডের তরুণ শাটলার। গ্রুপের ম্য়াচে দ্বিতীয় জয় ছিনিয়ে নিলেন লক্ষ্য। খেলার ফল লক্ষ্যর ফল ২১-১৯, ২১-১৬।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/29/69985861446be61b162b769b18a9f68a9b74f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্যাডমিন্টনে ফের জয় লক্ষ্য সেনের। বেলিজিয়ামের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলেন উত্তরাখণ্ডের তরুণ শাটলার। গ্রুপের ম্য়াচে দ্বিতীয় জয় ছিনিয়ে নিলেন লক্ষ্য। খেলার ফল লক্ষ্যর ফল ২১-১৯, ২১-১৬।
7/8
![প্রথম ম্য়াচে নিউজ্ল্য়ান্ডকে হারিয়ে দিয়েছিল ভারতীয় হকি দল। কিন্তু দ্বিতীয় ম্য়াচে হরমনপ্রীতরা আটকে গেলেন আর্জেন্তিনার বিরুদ্ধে। ১-১ ড্র করে ভারতীয় হকি দল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/29/998592834be0d15d98dcaa133a6ac541b6edb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রথম ম্য়াচে নিউজ্ল্য়ান্ডকে হারিয়ে দিয়েছিল ভারতীয় হকি দল। কিন্তু দ্বিতীয় ম্য়াচে হরমনপ্রীতরা আটকে গেলেন আর্জেন্তিনার বিরুদ্ধে। ১-১ ড্র করে ভারতীয় হকি দল।
8/8
![ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে জয় পেলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি। প্রতিপক্ষদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/29/90fe12e5819a1771dd9df56dc8a5904ee54cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে জয় পেলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি। প্রতিপক্ষদের
Published at : 29 Jul 2024 10:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)