এক্সপ্লোর
Manoj Tiwary: বাংলার ক্রিকেটারদের প্রতি উপেক্ষা গায়ে জ্বালা ধরাত, দশ হাজার রান করে বলছেন মনোজ
BCCI: আক্ষেপ রয়েছে ভারতীয় দলের হয়ে টেস্ট খেলতে না পারারও। দশ হাজার রান করেও আন্তর্জাতিক মঞ্চে সাদা জার্সিতে লাল বলের ক্রিকেট খেলা হয়নি মনোজের।
Manoj Tiwary Sourav Ganguly
1/10

দৃশ্যটা এখনও যেন ভুলতে পারছেন না মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। ঘরের মাঠ। ক্রিজে ততক্ষনে বেশ জমে গিয়েছেন বঙ্গ অধিনায়ক। রবি কিরণের বল বাইরে যাবে ভেবে ব্যাট তুলে ছেড়ে দিলেন। কিন্তু তাঁকে হতবাক করে বল কাট করে ঢুকে এল ভেতরে। অফস্টাম্পে চুমু খেয়ে বেরিয়ে গেল। ১৯ রান করে বোল্ড হয়ে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়েছিল মনোজকে। অপূর্ণ থেকে গিয়েছিল ঘরের মাঠে নজির স্পর্শ করার সুযোগ।
2/10

শুক্রবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে যে মাইলফলক স্পর্শ করলেন মনোজ (Bengal vs Assam)। প্রথম শ্রেণির ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন। বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে। কীর্তি গড়ার পর এবিপি আনন্দকে মনোজ বললেন, 'ইডেনে ছত্তীসগড়ের বিরুদ্ধে ম্যাচে বলটা আচমকা এমন ভেতরে ঢুকে এল যে... না হলে দশ হাজার রান ঘরের মাঠেই হয়ে যেত। সেটাই ভীষণভাবে চেয়েছিলাম।'
Published at : 26 Jan 2024 07:11 PM (IST)
আরও দেখুন






















